দরকারি পাতা


💢💢 আপনি নিশ্চয়ই একজন শিক্ষিত মানুষ। কিন্তু এই আপনিই কম্পিউটারে কোন কাজ করাতে গেলে বুকা বনে যান। একটি সিভি, দলীল বা আবেদন লেখতে গেলে টাইপারের উপর নির্ভরশীল হয়ে পড়েন। কোন ফর‌ম্যাটে লিখলে ভালো হবে তা তাকে বার বার জিজ্ঞেস করেন, যেন আপনি কিছুই জানেন না। আবার প্রয়োজনীয় কিছু পয়েন্ট বাদ পড়ে গেলে পূণরায় টাকা এবং সময়ের অপচয় হয়। কিন্তু আপনি যদি এখান থেকে দু-একটি সিভি, দলীল বা অন্যান্য প্রয়োজনীয় ফরম্যাট দেখে একটি খসড়া করে নেন তবে আপনি যেমন নিজের মতো লেখাটি পাবেন, তেমনি শিক্ষিত হিসেবে আপনার প্রমানটাও রাখতে পারলেন। তাই আপানার জন্য এখানে গুরুত্বপূর্ণ কিছু লাইভ কাজের ফরম্যাট দিয়ে দিলাম, যা সর্বদা আপনার সহায়ক হবে।

📁📁 কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নতুনরা চাকুরি বা ব্যবসা শুরু করতে গেলে তারা দীর্ঘদিন একটি সমস্যায় ভোগেন। সেটি হলো কাজের নমুনা বা ফরম্যাট। পুরাতন কম্পিউটার ব্যবসায়ীরা তাদেরকে এগুলো কখনোই দিতে চায় না। আবার সাধারন শিক্ষিত কাস্টমারদের জন্যও মাঝে মাঝে এসব কাজের ফরম্যাট প্রয়োজন হয়। কেননা তারা কম্পিউটারে কী লেখাবেন তা তারা গুছিয়ে বলতে পারেন না। তাই নতুন ব্যবসায়ী এবং কাস্টমারদের জন্য প্রফেশনাল মানের কিছু লাইভ কাজের ফরম্যাট তুলে ধরা হলো। আশাকরি সবার জন্য এগুলো সহায়ক হবে। 

আবেদনের সকল ফর‌ম্যাট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন