হে প্রভু...
হাবিবুল্লাহ
শয়তানের ধুকায় পড়ে করি যদি
পাপ,
অবকাশ দাও তুমি না দিয়ে
আজাব।
অপরাধ করে আমি চাই যদি ক্ষমা,
মার্জনা কর তুমি, করি যত
গুণাহ।
অসীম তোমার দয়া তুলনা যে
নাই,
ঠাই দাও তারে তুমি, নাই যার
ঠাই।
ভুল করে বার বার করি যত গুণাহ,
ক্ষমা চেলে খুসি হও, করে
দাও ক্ষমা।
দেহ-মন, বোঁচে থাকা- সবি
তোমার দান,
নিয়ামতের কৃতজ্ঞতায় বাড়াও
আরও মান।
পাপী আমি এই দুনিয়ায় বড়ই
গুণাহগার,
পরকালে তুমি বিনে গতি নাই
আমার।
শয়তানের ধোকা থেকে চাই প্রভু
পানাহ,
তার ধুকায় যেন কভু নাহি করি
গুনাহ।
তুমি ছাড়া ওগো প্রভু মালিক
আমার নাই,
তোমার কাছেই আমি সদা সবকিছু
চাই।
ক্ষমা করো ওগো প্রভু তুমি
দয়াময়,
জাহান্নাম কভু যেন নসিবে
না হয়।
দুনিয়াতে দেখাও তুমি সরল
সঠিক পথ,
৩১/০৩/১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন