সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ৩৩ : নতুন দিনের প্রতিজ্ঞা


নতুন দিনের প্রতিজ্ঞা 

 হাবিবুল্লাহ

বছর শেষে আসে যখন নতুন আরেক বছর,

ব্যথার ভারে মনটা আমার হয় যে শোকে পাথর।

 

একটি বছর চলে গেলো জীবন থেকে হায়!

হিসাব কষে দেখি আমার কর্ম কিছুই নাই।

 

আসলো আবার নতুন বছর কর্মসূচী নাই।

কেমন করে তবুও মোরা আনন্দে গান গাই?

 

ইতিহাসে উঠলো কত নতুন মুখের নাম,

তাদের মুখেই মানায় এখন নতুন দিনের গান।

 

অবহেলায় আর কতদিন ঝড়বে জীবন থেকে,

কর্মসূচী নিতে হবে সফলতা পেতে।

 

একটি বছর সঠিকভাবে করবো আমি কাজ,

নতুন বছর-নতুন দিনে এই প্রতিজ্ঞা আজ।

 ৩১/০৩/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন