সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ৩৪ : নামাজের প্রতিদান



নামাজের প্রতিদান 

ঈমানের পরে হলো নামাজের ঠাই,

নামাজ পড়িলে বাড়ে সম্মান তাই।

 

খুসু-খুজু সহকারে পড়িলে নামাজ,

গুনে গুনে দেবে খোদা প্রতিদান পাঁচ।

 

দুনিয়াতে পায় যদি রিযিক সে কম,

নামাজ পড়িলে সে তা পাবে হরদম।

 

ফেরেশতারা প্রশ্ন করিলে কবরে,

নামাজির হবে তা সহজ একেবারে।

 

হাশরে আমল-নামা পাবে ডান হাতে,

তড়িৎ গতি হবে তার পুলসিরাতে।

 

সবশেষে পাবে সে তো চির জান্নাত,

দিতে হবে না যে তার কোনই হিসাব।

 

দুনিয়াতে কেউ যদি না পড়ে নামায,

পরকালে হবে তার কঠিণ আজাব।

[বি: দ্র: এটি বাংলা ছন্দে রচিত একটি চতুর্দশপদী কবিতা]

০৬/০৪/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন