মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

সাধারণ ডায়েরী প্রত্যাহারের আবেদন


 

তারিখ:

বরাবর

অফিসার ইনচার্জ

কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

 

বিষয়ঃ সাধারণ ডায়েরী প্রত্যাহারের আবেদন।

 

জনাব

আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ............., পিতা- মৃত............, মাতা-................. ঠিকানা- ২৩৭/, চরপাড়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন, থানা কোতোয়ালী, ময়মনসিংহ।

 

এই মর্মে জানাচ্ছি যে, আমার বাসার দ্বিতীয় তলায় ২টি রুম ভাড়া নেয় বিবাদী () মিসেস ............ (৪০), স্বামী- মোঃ................., সাং- ফুলবাড়িয়া, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ। বিগত ০৭ (সাত) মাসের ভাড়া বাকি ছিল। গত ০৬ আগষ্ট- ২০১৮ইং তারিখে আসিয়া কান্নাকাটি করিয়া বলেছে আমি অসহায় মহিলা। আমার পক্ষে ভাড়ার সকল টাকা পরিশোধ করা সম্ভব না। দয় করে আমাকে মাফ করে দেন। মহিলার কাকুতি-মিনতি দেখিয়া আমার মনে তাহার প্রতি দয়ার উদয় হইলে আমি তাহাকে ছাড় দিয়ে তাহার পক্ষে যাহা সামর্থ হয় তাহাই পরিশোধ পূর্বক অনুমতি দেই এবং তাহার মাল সামানা নিয়ে যাওয়ায় সম্মত হই।

 

অতএব, আমার সাধারণ ডায়েরীটি থানা থেকে প্রত্যাহার কারার জন্য জনাবের নিকট সুপারিশ করছি।

 

 

       নিবেদক

 

প্রথম পক্ষ

মোঃ ...........

পিতা- মৃত:..........

মাতা- সালেহা খাতুন

২৩৭/, চরপাড়া ময়মনসিংহ।

 

 

দ্বিতীয় পক্ষ

মোছাঃ……….

স্বামী- মোঃ.......

সাং- ফুলবাড়িয়া,

থানা- ফুলবাড়িয়া,

জেলা- ময়মনসিংহ

এর পক্ষে তাহার ছেলে

 

স্বাক্ষীগণঃ

 

১।

 

২।

 

৩।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন