খুকির খেলা
হাবিবুল্লাহ
সকাল হতেই খুকির খেলা,
মানেনা সে দুপুর বেলা।
সেই খুকিটির খেলা দেখে,
খুকি খেলে সকাল দুপুর,
তার পায়েতে বাজে নূপুর।
খুকি হলো সবার ভালো,
তাই তো তাহার পুতুল কালো।
পুতুল নিয়ে করে খেলা,
[বি: দ্র: এটি আমার লেখা প্রথম কবিতা, তাই কবিতাটি অনেকের পছন্দ না-ও হতে পারে]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন