বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

পাত্র/পাত্রীর জন্য বৈবাহিক সিভি : Marriage CV/ Marital Bio-Data - 01


জীবন বৃত্তান্ত

(BIO-DATA)

ব্যক্তিগত পরিচিতি:

নাম                                           : আলেয়া আক্তার ইতি (ছদ্মনাম)

জন্ম তারিখ                                 : ২৪/০১/১৯৯৫ইং

উচ্চতা                                       : ৫ ফুট ৪ ইঞ্চি

গায়ের রং                                   : শ্যামলা

রক্তের গ্রুপ                               : বি (+)

বৈবাহিক অবস্থা                           : অবিবাহিত

ধর্ম                                            : ইসলাম

বর্তমান ও স্থায়ী ঠিকানা              : গ্রাম- দিকপাড়া, পোঃ- গাজিরখামার,

                                                      থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর।

পেশা                                         : একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে

সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছে।

শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নাম

পাশের সন

বোর্ড

রেজাল্ট

এস.এস.সি

২০১২

বাউবি

৩.৮৫

এইচ.এস.সি

২০১৪

বাউবি

৩.১৫

বি.এ (ডিগ্রী)

২০১৮

বাউবি

৩.৪১

পারিবারিক তথ্য:

পিতার নাম                                 : তোফাজ্জল হোসেন

পেশা                                         : কৃষি

মাতার নাম                                 : মোছাঃ সুফিয়া বেগম

পেশা                                         : গৃহিনী

ভাই বোনের বর্ণনা                     : দুই ভাই ও এক বোনের মধ্যে পাত্রী সর্বকনিষ্ঠ।

১। বড় ভাই                                 : মোঃ জাহিদুল ইসলাম

    পেশা                                     : ব্যাটালিয়ান আনসারে চাকুরিরত আছে।

২। ছোট ভাই                               : মোঃ বখতিয়ার হোসেন

    পেশা                                     : স্থানীয় গাজির খামার বাজারে ব্যবসা করেন।

মোবাইল নাম্বার                           : ০১৯০৬৯৭০৩৪৯ (মা)


বি:দ্র: নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ গুরুত্বপূর্ণ কোন সরকারি চাকুরি অথবা সম্মানজনক কোন পদে অধিষ্ঠিত থাকেন- তবে তাদের নাম, পেশা/পদবী ও সম্পর্ক সিভিতে উল্লেখ করা ভালো। যেমন-

নিকটাত্বীয় ব্যক্তিগণের তথ্য:

চাচা                   : মোঃ নীল আকাশের দরবেশ

পেশা                 : সেনাবাহিনীর মেজর হিসেবে কর্মরত আছেন।

খালাতো বোন      : মোছাঃ অচীনপুরের রাজকন্যা

পেশা                 : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

খালু                   : মোঃ ক্ষনিকের মুসাফির

পেশা                 : ৪ নং গাজীর খামার ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন