বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

নিয়োগ পত্র : চাকুরি নিশ্চিতকরণ ও যোগদানের আহ্বান

 

নিয়োগপত্র”

প্রেরক:    সুপারিনটেনডেন্ট,

            ভাবখালী দাখিল মাদরাসা

            ভাবখালী, সদর, ময়মনসিংহ।

 

প্রাপক: মোছা: ...........

পিতা- মোঃ.................

মাতা- হলিমা বেগম

গ্রাম-পশ্চিম নাছির পুর

             পোঃ- লাঙ্গল জোড়া

            উপজেলা- সদর, জামালপুর।

 

বিষয়:সহকারী শিক্ষক ইংরেজি পদে নিয়োগ প্রদান প্রসঙ্গে।

 

সুত্র: স্মারক নং বেশিনিক/শিশি/বেশি প্রশিনি ৮৫৪/২০১৮/২৩৫ তারিখ ২৪-০১-২০১৯ইং

 

            উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে আপনার অবগতির জন্য জানান যাইতেছে যেNTRCA কর্তৃক ১১ তম ব্যাচ রোল নং- ৩০২১১৮৭০ ভাবখালী দাখিল মাদরাসা, সদর, ময়মনসিংহ সহকারী শিক্ষক ইংরেজি পদে নিয়োগযোগ্য হয়েছেন। ভাবখালী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির ০৪/০২/২০১৯ তারিখের সিদ্ধান্তক্রমে ০৯/০২/২০১৯ইং তারিখের সিদ্ধান্তক্রমেয় ১২/০২/২০১৯ইং তারিখের সিদ্ধান্তকমে ১৩/০২/২০১৯ইংতারিখের প্রেরিত নিয়োগপত্র মূলে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে নি¤œাক্ত শর্ত সাপেক্ষে আপনাকে উক্ত পদে নিয়োগ দানের অনুমতি প্রদান করা হইল।

 

শর্তাবলী”

০১। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচলিত সরকারী বিধি মোতাবেক বেতন ভাতাদি প্রাপ্য হবেন।

০২। এই নিয়োগ পত্র সম্পূর্ণ অস্থায়ী এবং অত্র মাদরাসায় আপনার দুই বছরের কার্যকলাপের উপর স্থায়ীত্ব নির্ভর করবে।

০৩। সহকারী মৌলভী হিসাবে আপনার উপর ন্যাস্ত দায়িত্ব আপনি পালন করতে বাধ্য থাকিবেন।

০৪। প্রতিষ্ঠান প্রধান, কর্তৃপক্ষের আদেশ পালনে সদা বাধ্য থাকিবেন।

০৫। ন্যাস্ত দায়িত্বের অতিরিক্ত প্রতিষ্ঠান প্রধানের নির্ধারিত কাজ করতে বাধ্য থাকিবেন।

০৬। মাদরাসার স্বার্থ বিরোধী কোন কাজে আপনি লিপ্ত হতে পারবেন না।

০৭। এই নিয়োগ পত্র ঘঞজঈঅ মনোনয়ন ও মাদরাসার ম্যানেজিং কমিটির গত ১২/০২/২০১৯ তারিখের সভায় অনুমোদনক্রমে প্রদান করা হইল।

০৮। পত্র প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে আপনাকে কাজে যোগতদান করতে বলা হলো। ব্যর্থতায় নিয়োগ পত্র বাতিল বলে গণ্য হবে। যোগদান পত্রের দুই কপি মাদরাসার কার্যালয়ে জমা দিতে হবে।

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন