বরাবর
উপজেলা শিক্ষা অফিসার
সদর, ময়মনসিংহ।
মধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ। 
বিষয়ঃ চিকিৎসাজনিত
কারণে পূর্ণ বিশ্রামের জন্য আবেদন।
জনাব,
                বিনীত নিবেদন এই যে, আমি শারীরিকভাবে খুব অসুস্থ। চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী আমার পূর্ণ বিশ্রামে থাকা প্রয়োজন। চিকিৎসক আমাকে আগামী ০২-০৭-২০১৮ ইং হতে
 ৩১-০৭-২০১৮ ইং তারিখ পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকার
পরামর্শ দেন। তাই আমি উলেখিত দিনগুলির চিকিৎসা
জনিত ছুটির জন্য আবেদন করছি।
অতএব, জনাবের নিকট আবেদন, আমার অর্জিত ছুটি থেকে উলেখিত ১ (এক) মাসের চিকিৎসা জনিত ছুটি
মঞ্জুর করে আমাকে সুস্থ হওয়ার সুযোগ দানে জনাবের সুমর্জি হয়।
                                                                                                        নিবেদক
                                                                                             নাম...................
তারিখঃ ০১-০৭-২০১৮ইং                                                           সহকারি
শিক্ষক
                                                                                      চর গোবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
                                                                                                    সদর, ময়মনসিংহ।
0=========== 0============0=============0
আরও পড়ুন...
আবেদনের সকল ফরম্যাট
দলীলের সকল ফরম্যাট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন