ঘর ভাড়ার চুক্তিপত্র
প্রথম
পক্ষ (মালিক) |
দ্বিতীয়
পক্ষ (ভাড়াটিয়া) |
হাজী ............, সাধারণ সম্পাদক, ঠিকানা: গ্রাম: ............, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ময়মনসিংহ। |
নাম:....... মুহতামিম, হাজী
রঙ্গু মুন্সী দ্বারুস শরিয়ত ইসলামীয়া মাদ্রাসা |
পরম করুনাময়ের নামে ঘর ভাড়া
চুক্তিপত্র দলিল সম্পাদনের উদ্দেশ্যে বর্ণিত হইতেছে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কৃষ্টপুর
আলীয়া মাদ্রাসা মোড়স্থ “হাজী রঙ্গু মুন্সী দ্বারুস শরিয়ত ইসলামীয়া মাদ্রাসা” ভবনের
২য় তলা............. বর্গফুট আমি ২য় পক্ষ মোঃ................ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম
পরিচালনার জন্য ভাড়া নিতে পস্তাব করিলে আপনি ১ম পক্ষ ভাড়া দিতে ইচ্ছুক হইলে নিম্ন ¯^v¶xM‡Yi উপস্থিতিতে
উল্লেখিত শর্তাবলী মেনে চলার অঙ্গীকারে স্বেচ্ছায়, ¯^Áv‡b, সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায়
অত্র চুক্তিপত্র দলিল কম্পিউটার কম্পোজ করে আমরা উভয় পক্ষগণ যথারীতি সম্পাদন করিলাম।
হাজী রঙ্গু মুন্সী দ্বারুস শরিয়ত
ইসলামীয়া মাদ্রাসার ২য় তলা (দক্ষিনাংশ) ২য় পক্ষকে ০১/০৭/২০১৮ইং তারিখ হইতে মাদ্রাসা
শিক্ষা পরিচালনা করার জন্য নিম্ন লিখিত শর্তে ভাড়া দিতে সম্মত হন।
“শর্তাবলী”
১। অত্র চুক্তি নাম দলিল ০১/০৭/২০১৮ইং তারিখ হইতে
আগামী ৩০/০৬/২০২২ইং তারিখ
পর্যন্ত অর্থাৎ ৪ (চার)
বৎসর মেয়াদ কাল বলবৎ থাকিবে। মেয়াদ কাল উত্তীর্ণ
হওয়ার পূর্বে
উভয় পক্ষ আলোচনা ¯^v‡c‡¶ পুনঃ চুক্তিপত্র নবায়ন করা যাইবে।
২। ২য় পক্ষ ১ম পক্ষকে ১,৫০,০০০/=
(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অগ্রীম প্রদান করিবেন।
যাহা (প্রতি মাসে ৪০০০/= (চার হাজার) টাকা ভাড়া)
থেকে ২০০০/= (দুই হাজার) টাকা
করে) কর্তন যোগ্য। মেয়াদ শেষে হিসাবান্তে যদি
২য় পক্ষ টাকা পাওনা থাকে (তা ফেরৎ
যোগ্য) ১ম পক্ষ ২য় পক্ষকে পাওনা টাকা ফেতর দিতে বাধ্য থাকিবেন।
৩। অত্র মাদ্রাসা ভবনের ২য় তলা..........
বর্গফুট মাসিক ভাড়া ৪০০০/= (চার হাজার টাকা
ধার্য্য করা হইল। যাহা পরবর্তী মাসের ০১ থেকে
০৭ ইং তারিখের মধ্যে রশিদের মাধ্যমে
অত্র মাদ্রাসার কমিটির কোষাধ্যক্ষের (১ম পক্ষ) নিকট পরিশোধ করিবেন।
(এখানে
উল্লেখ্য, অগ্রীম দেয়া ১,৫০,০০০/=
(এক লক্ষ প্রঞ্চাশ হাজার) টাকা হইতে ২০০০/= (দুই
হাজার) টাকা কর্তন এবং নগদ ২০০০/= (দুই হাজার)
টাকা প্রদান করে ৪০০০/= (চার
হাজার) টাকার রশিদ গ্রহণ করিবেন।
৪। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের
উপর সরকারি বিধি বিধান ২য় পক্ষ মানিয়া নিতে বাধ্য থাবিবেন।
ঘর ভাড়া আইন, অর্ডিন্যান্স ও সরকার কর্তৃক নিয়মাবলী
১ম ও ২য় পক্ষ যথাযথভাবে মেনে
নিতে বাধ্য থাবিবে।
৫। গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য
বিল যথারীতি সময়মত ২য় পক্ষ পরিশোধ করিবেন পরিশোধকৃত
বিলের কপি ১ম পক্ষকে প্রদান করিবেন।
৬। ছোট খাট কোন সংস্কারের প্রয়োজন
হইলে ১ম পক্ষের অনুমতিক্রমে ২য় পক্ষ নিজ খরচে
করিবেন।
৭। দরজা, জানালা, জানালার গ্লাস, টাইলস, লাইট, ফ্যান, পানির মটর ইত্যাদি ত্রুটি মুক্ত অবস্থায়
২য় পক্ষকে বুঝাইয়া দেওয়া হইল পক্ষান্তরে মেয়াদান্তে
২য় পক্ষ উপরে উল্লেখিত জিনিসগুলো
ত্রুটি মুক্ত ও সচল অবস্থায় ১ম পক্ষকে বুঝাইয়া
দিবেন।
৮। ইসলামী শরিয়া মাফিক মাদ্রাসাটি
পরিচালনা করিবেন। কোন প্রকার রাষ্ট্রদ্রোহী, অসামাজিক,
অবৈধ, আইনের পরিপন্থি কার্যকলাপ করিতে পারিবেন না। করিলে সর্ব আদালতে যা সিদ্ধান্ত
আসে তাহা ২য় পক্ষ মেনে নিতে বাধ্য থাকিবেন।
এতদ্বার্থে স্বে”Qvq, ¯^Áv‡b, সুস্থ
মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচনায় অত্র
দোকানের চুক্তিনামা আমরা উভয় পক্ষ নিম্নলিখিত ¯^v¶xM‡Yi সম্মুখে নিজ নিজ নাম ¯^v¶i করিলাম।
¯^v¶xM‡Yi নাম ও ঠিকানা:
১।
১ম
পক্ষ/ মালিকের ¯^v¶i
২।
২য়
পক্ষ/ভাড়াটিয়ার ¯^v¶i
৩।
0=========== 0============0=============0
আরও পড়ুন...
আবেদনের সকল ফরম্যাট
দলীলের সকল ফরম্যাট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন