বরাবর,
পরিচালক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ।
বিষয়ঃ “অফিস সহকারী কাম-কম্পিউটার” পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী
কাম-কম্পিউটার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী
প্রার্থী। নিম্নে আমার জীবন বৃত্তান্ত আপনার অবগতির জন্য লিপিবদ্ধ করা হলোঃ
প্রার্থীর নাম                : ................
পিতার নাম                : ................
মাতার নাম                : ফাতেমা
স্থায়ী ঠিকানা               : গ্রাম- আমজানী, ডাকঘর- বর্গা, উপজেলা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল।
বর্তমান ঠিকানা           : প্রযন্তে শেখ ফরিদ, ফর্মাসিস্ট (স্টোর সেকশন), ময়মনসিংহ মেডিকেল 
                                কলেজ হাসপাতাল, ময়মনসিংহ।
মোবাইল নম্বর            : ০১৭...
জন্ম তারিখ                : ১০/১১/১৯৮৯ইং
ধর্ম                            : ইসলাম
জাতীয়তা                 : বাংলাদেশী (জন্মসূত্রে)
বৈবাহিক অবস্থা      : বিবাহিত
শিক্ষাগত যোগ্যতা  :
| পরীক্ষার নাম | শ্রেনী/বিভাগ | জিপিএ | পাশের বছর | বোর্ড | 
| এস.এস.সি | বিজ্ঞান | ৪.১৯ | ২০০৫ | ঢাকা | 
| ডিপ্লোমা ইন হেল্থ টেকনোলজি | ল্যাবঃ মেডিসিন | উত্তীর্ণ | ২০০৯ | বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ | 
অতএব, মহোদয় সমীপে একান্ত আরজ আমার যাবতীয় তথ্যাবলী বিবেচনা পূর্বক আপনার প্রতিষ্ঠানে
মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) পদে নিয়োগ দানে বাধিত করিতে আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ                                                                                                           
নিবেদক
                                                                                                           (..................)
সংযুক্তঃ
১। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
২। সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
0=========== 0============0=============0
আরও পড়ুন...
আবেদনের সকল ফরম্যাট
দলীলের সকল ফরম্যাট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন