তারিখঃ ০৪/১১/২০১৮ইং
বরাবর
উপজেলা শিক্ষা অফিসার
সদর, ময়মনসিংহ।
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ
বিষয়ঃ শ্রুতি লেখক হিসেবে অনুমতি প্রদানের জন্য আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসহায় মা। আমার মেয়ে ...(নাম)..... সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। তার রোল-..........। সে এ বছর ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এ বিদ্যালয়ে অধ্যয়নকালে সে প্রতিটি পরীক্ষায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু আমার মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হওয়ায় সে নিজের হাতে লিখতে পারে না। তাই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সমাপনী পরীক্ষায় সহায়তার জন্য শ্রুতি লেখক হিসাবে ৪র্থ শ্রেণির ছাত্রী মুশরিমা জান্নাত মুশফিকাকে নির্বাচন করেছেন।তার রোল ৩২। একজন শ্রুতি লেখকের মাধ্যমে আমার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। এমতাবস্থায় আপনার সাহায্য, সহযোগীতা ও সহানুভূতি আমার একান্ত কাম্য।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে
পরীক্ষায় শ্রুতি লেখকের অংশ গ্রহণের অনুমতি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
অভিভাবক
............. আক্তার
0=========== 0============0=============0
আরও পড়ুন...
আবেদনের সকল ফরম্যাট
দলীলের সকল ফরম্যাট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন