তারিখ: ০৩/০১/২০২৩ইং
বরাবর
অফিসার ইনচার্জ
শেরপুর সদর থানা,
শেরপুর।
বিষয়: জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের প্রসঙ্গে।
মোকদ্দমা নং:
বাদী: ১। মোঃ আঃ ছালাম, ২। মোঃ আঃ হালিম, উভয়পিতা- মৃত দবির উদ্দিন ওরফে
ছবির উদ্দিন, মাতা- মৃত হাজেরা খাতুন, সাং- কান্দাপাড়া, ডাকঘর- গাজীর খামার, উপজেলা- শেরপুর সদর, জেলা- শেরপুর।
বিবাদী: ১। মোঃ আঃ খালেক, পিতা- মৃত দবির উদ্দিন ওরফে ছবির
উদ্দিন, ২। আলহাজ¦ মোঃ জাহেতুল্যা, পিতা- মৃত আজিতুল্যা, সাং-কান্দাপাড়া, ডাকঘর- গাজীর খামার, উপজেলা- শেরপুর সদর, জেলা- শেরপুর।
স্বাক্ষী: ১। মোঃ শাহা আলী, পিতা- মৃত গাজীমদ্দিন, ২। মোঃ আলী হোসেন, ৩। মোঃ নূর ইসলাম, উভয়পিতা- মৃত জামাল উদ্দিন, সর্বসাং- কান্দাপাড়া, ডাকঘর- গাজীর খামার, উপজেলা- শেরপুর সদর, জেলা- শেরপুর।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক
বিনীত নিবেদন এই যে, আমার নিম্ন স্বাক্ষরকারী
৪নং গাজীর খামার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমার বাদিপক্ষ অত্যন্ত সহজ সরল নিরীহ প্রকৃতির
লোক। আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে,
নিম্ন তফসিল বর্ণিত ভূমির সাব কাওলা দলিল ও পৈত্রিক ওয়ারিশ সূত্রে ০৭ (সাত) শতাংশ জমির
মালিক আমার বাদিপক্ষ। উক্ত ০৭ (সাত) শতাংশ জমি আমরা তিন ভাই সমান সমান অংশের মালিক
হওয়ার পরও আমার বড়ভাই বিবাদী পক্ষ আঃ খালেক কিভাবে কোন সূত্রে ০৪ (চার) শতাংশ জমি আমাদের
অংশের চেয়ে বেশি একাই ভোগ দখল করেন? এমতাবস্থায় প্রয়োজনীয় কাগজ পত্রাদি পর্যবেক্ষণ পূর্বক সুষ্ঠ বিচার সমাধানে আপনার
স্মরণাপন্ন হলাম। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অবগত আছেন এবং স্বাক্ষীগণের
স্বাক্ষ্য প্রমাণে তা প্রমাণিত হবে।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, উক্ত অভিযোগটি স্বাক্ষীগণের স্বাক্ষ
প্রমাণ ও প্রয়োজনীয় কাগজ পত্রাদির ভিত্তিতে সুবিচার প্রদানে আপনার নেক মর্জি হয়।
তফসিল জমির বিবরণ:
·
মৌজা: গাজীর খামার, জেএল নং- ৩৬, থানা ও জেলা- শেরপুর।
·
নালিসি বিআরএস খতিয়ান:
১৩৬৮
·
বিআরএস ১৩৩৯৩ নং অত্র
দাগে জমি ০৭ শতাংশ
·
মোজায়িাত সাত শতাংশ
জমি মাত্র।
নিবেদক
১।
২।
0=========== 0============0=============0
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন