মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন/ Board Challange

 


বরাবর,

পরীক্ষা নিয়ন্ত্রক,

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,

আগারগাঁও, ঢাকা- ১২০৭

 

মাধ্যমঃ অধ্যক্ষ

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট,

ময়মনসিংহ।

 

বিষয়ঃ পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন।

 

জনাব,

                বিনীত নিবেদন এই যে, আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম পর্বের মেকানিক্যাল বিভাগের একজন ছাত্র। আমার বোর্ড রোল- ৩৬৮৯২৭, রেজিঃ নং- ২৩২০৫৮, শিক্ষা বর্ষ- ২০১৬-১৭। আমি গত ২০১৮ইং সনে অনুষ্ঠিত ৪র্থ পর্বের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করি। কিন্তু দুঃখের বিষয় ৪র্থ পর্বের প্রোগ্রামিং এসেনশিয়ালস (কোড-৬৬৬৩১), মেটালার্জি (কোড- ৬৭০৪২), ইলেক্ট্রিক্যাল সার্কিটস এন্ড মেশিনস (কোড- ৬৬৭৪৩), মেশিন শপ প্র্যাকটিস- (কোড- ৬৭০৪৩), এনভাইরনমেন্টাল স্টাডিজ (কোড-৬৯০৫৪) উক্ত পরীক্ষায় আমার ফলাফল অকৃতকার্য আসে।

 

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার পরীক্ষার ফলাফল পুনরায় নিরীক্ষণে যেন হুজুরের মর্জি হয়।

 

  বিনীত নিবেদক

 

 

(........নাম.......)

      পর্ব- ৫ম

  রোল- ৩৬৮.......

রেজিঃ নং- ২৩২......

শিক্ষা বর্ষ- ২০১৬-১৭

বিভাগ- মেকানিক্যাল

 0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন