অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্রের জন্য স্থানীয়
কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় অনাপত্তি পত্র।
১। আবেনকারীর নাম :
২। পিতার নাম : মোঃ ইসমাঈল হোসাইন
৩। আবেদনকারীর ঠিকানা : ২১০ মন্ডল প্লাজা, চরপাড়া, ময়মনসিংহ।
৪। কারখানা/প্রকল্পের অবস্থানগত
ঠিকানা: ঐ
৫। কারখানা/প্রকল্পের তফসিল :
জেলার
নাম |
থানার
নাম |
মৌজার
নাম |
খতিয়ান
নং |
দাগ
নং |
জমির
ধরণ |
মোট
জমির পরিমাণ |
|
|
|
|
|
|
|
৬। কারখানা/প্রকল্পের উৎপাদিত/উৎপাদিতব্য পণ্যের নামঃ চিকিৎসা সেবা।
উপরোক্ত তথ্যাদির আলোকে “নিউ আল-আরাফা (প্রাঃ) হাসপাতাল”
কারখানা/প্রকল্পকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র প্রদান করা হলো।
শর্তাবলীঃ
১. প্রকল্প/কারখানা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ
আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
২. পরিবেশ অধিদপ্তর হতে বিধি ধারা নির্ধারিত পদ্ধতিতে ছাড়পত্র
গ্রহণ করতে হবে।
৩. কর্মরত শ্রমিকদের পেশাগত ¯^v¯’¨ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে এবং অগ্নিকাণ্ড
কিংবা অন্য কোন দুর্ঘটনার সমায় জরুরী নির্গমন ব্যবস্থা থাকতে হবে।
৫. বায়ু ও শব্দ দূষণ করা যাবে না।
৬. কারখানা/প্রকল্প সৃষ্ট তরল বর্জ অপরিশোধিত অবস্থায় বাহিরে
নির্গমন করা যাবে না
উল্লিখিত যে কোন শর্ত লঙ্ঘন করলে যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক
কারখানা/প্রকল্পের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
তারিখ:................................. স্থানীয় কর্তৃপক্ষের ¯^v¶i ও সীল
0=========== 0============0=============0
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন