হাবিবুল্লাহ
প্রথম দিকে কম বাতাস ভাই
খানিক পরেই তেড়ে,
ভাবলাম আমি এরি ফাঁকে
প্রাইভেট আসি পড়ে।
প্রাইভেট পড়ার মাঝে দেখি
বৃষ্টি এসেছে
পড়ার শেষের দিকে বৃষ্টি
তীব্র হয়েছে।
যে মাদরাসায় পড়ছি বসে
দোর-জানালা ফাঁকা
বৃষ্টিটা খুব জুড়সে বলে
গেলোনা বসে থাকা
তাই তো মোদের হুজুর এখন
বসে না আর থেকে
শ্রেণি থেকে বারান্দায়
এসে পড়লেন ছুটে।
হুজুর যখন বারান্দায়
আমরা কি আর বসে?
বাইরে এসে হাসাহাসি
ধাক্কা-ধাক্কিয় মেতে
ধাক্বা খেয়ে কেউবা আবার
বৃষ্টিতে যায় ভিজে।
এমন বৃষ্টির দিনে মনে
ফুর্তি লাগে কি যে!
এরূপ কিছু চলার পর
বৃষ্টি গেল থেমে
তখন আমরা সবাই নিজের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন