রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

কবিতা- ১১ : বড় জ্ঞানী হও


বড় জ্ঞানী হও

    হাবিবুল্লাহ

ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণায় তৈরি বিশাল ধরা,

একাধিক্রমে অল্প জ্ঞান আছে যাদের মহাজ্ঞানী তারা।

জ্ঞানহীন মানুষ পশুর সমান সত্যিকার আসলে,

মনে রেখো জ্ঞানীর কদর সব স্থানেতেই মেলে।

আল-কুরআনের প্রথম ভাষা “ইক্বরা” মানে পড়ো,

এখান থেকেই প্রমাণিত জ্ঞানীই সবার বড়।

সমান না ভা্ই যারা জানে আর জানেনা যারা,

জ্ঞানী মানুষ হতে তুমি কর লেখা-পড়া।

জ্ঞানার্জনের প্রয়োজনে সুদূর চীনেও যাও,

দেশের দশে কল্যানার্থে বড় জ্ঞানী হও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন