রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

কবিতা- ১৩ : জেগে ওঠো

 


জেগে ওঠো

হাবিবুল্লাহ

টিভির পর্দায় দেখলাম

আহ! একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে

নির্মম পৈচাশিকভাবে হত্যা করা হলো!

নিথর নিস্তব্ধ পৃথিবী!

কেউ অন্তর দিয়ে উপলব্ধি করল না।

শহীদের অন্তরফাটা আর্তচিৎকার

এভাবে একটি পশুকে মারলেও হয়তো

ধিক্কার জানাতো পৃথিবীবাসী

অশ্রু গড়তে দেখা যায় সিনেমার নায়ক সাজিয়ে

অভিনয়ে মিথ্যা শাস্তি প্রদান করলে

অথচ একটি তাজা প্রাণকে হত্যা করে

তার উপর পৈচাশিক নৃত্যানন্দে মেতে উঠলো!

হে পৃথিবী! তুমিকি দেখনি সেই নির্মমতা?

তাবে গর্জে উঠলো না কেন তোমাদের মানবতা?

হে বিশ্ব মুসলিম! জেগে উঠো

তোমরা না জাগলে এই জুলুমাতের অমানিষা দূর হবে না।

তোমার ঈমানদ্বীপ্ত উদ্দীপনাই পারবে

নির্মমতার এই স্রুতকে রুখে দিতে!

যখন তোমাদের ঈমানে বইবে ন্যায় ও সত্যের

উজ্জিবীত আগুনের স্ফুলিঙ্গ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন