রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

কবিতা- ১৪ : ভীষণ প্রয়োজন

 

ভীষণ প্রয়োজন

   হাবিবুল্লাহ

হে তরুণ! হে যুবক! হে মুসলিম দেশবাসী!

আজ তোমাদের কানের কাছে মুখ নিয়ে

চিৎকার করে বলব

কারণ, তোমরা কবিতার ভাষা বুঝো না

তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবো

কারণ তোমরা নির্মম সত্যকে অনুভব করতে পারো না।

তোমরা কি দেখনি?

কিভাবে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে

নির্মমভাবে একটি তাজা প্রাণকে হত্যা করলো?

তোমরা কি শুননি?

ওরা ধর্ম নিরপেক্ষবাদী?

অথচ এটি একিট মুসলিম রাষ্ট্র!

হে ওমর! হে খালিদ! হে আব্দুল মালেক!

তোমরা আবারও জেগে ওঠো

আবারও সত্যের বীজ বপন করতে

তোমাদের আজ ভীষণ প্রয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন