সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ১৮ : বৃষ্টি পড়ে

 বৃষ্টি পড়ে

  হাবিবুল্লাহ

টিনের চালে বৃষ্টি পড়ে,

টাপুর-টুপুর শব্দ করে।

রাত দিন বৃষ্টি পড়ে,

খাল-বিল, পুকুর ভরে।

ঝড়ঝড়িয়ে বৃষ্টি পড়ে,

খোকা-খুকু খেলা করে।

বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে,

আকাশ মাঝে শব্দ করে।

সকাল-বিকাল বৃষ্টি পড়ে,

হিমেলে হাওয়ায় কাঁপন ধরে।

টাপুর-টুপুর শব্দ শুনে

পড়ে থাকি ঘরের কোণে।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

বৃষ্টি লাগে বেশ,

সাকাল-দুপুর বৃষ্টি পড়ে

নেই যেন এর শেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন