সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ১৯ : একটানা বৃষ্টি

 


একটানা বৃষ্টি

   হাবিবুল্লাহ

 

একটানা বৃষ্টি

ঝড়ছে তো ঝড়ছে,

খাল-বিল, মাঠ-ঘাট,

ভরছে তো ভরছে।

 

বৃষ্টিতে খোক-খুকু

খেলা-শুধু করছ।

দিনশেষে রাতে তাদের

জ্বর-কাশি হচ্ছে।

 

বৃষ্টিতে ভিজে মাঝি

মাছগুলো ধরছে।

মাছ বেঁচে টাকাগুলো

পকেটেতে ভরছে।

 

রাত-দিন বৃষ্টি

পড়ছে তো পড়ছে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন