সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ২০ : বিদায় মানে

 


বিদায় মানে

  হাবিবুল্লাহ

 

বিদায় মানে আলোহীন তমাসিত ধরা,

দেখতে না পাওয়া যায় অন্ধকার ছাড়া।

 

বিদায় মানে ডানাকাঁটা স্বপ্নের পাখি,

সেই পাখি উড়িতো করে ডাকাডাকি।

 

বিদায় মানে ঝড়ে পড়া সুস্বভিত ফুল,

যেই ফুল বাতাসে খেত শুধু দোল।

 

বিদায় মানে মনে পাওয়া সুকঠিণ ব্যথা,

যেই মনে ছিল শত স্বপ্ন ও কথা।

 

বিদায় মানে মনহীন বিসৃত কবি

যেই মনে আঁকা হতো স্বপ্নের ছবি।

 

বিদায় মানে নিষ্ঠুর হতাশার রেশ

বলাহীন কথাগুলোর হয়ে যাওয়া শেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন