সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ২১ : হারিয়ে যাওয়া দিন

    


    হারিয়ে যাওয়া দিন

হাবিবুল্লাহ

এক দুই তিন করে হারিয়ে গেলো দিন,

হাজার স্মৃতি ভাসে মনে, বুকে ব্যথার বীণ

জন্মের পর ছোট্ট্র সময় মা ছিল মোর সব,

তরুণ বয়স হলে পেলাম বাবার মোহাব্বত

স্কুলেতে গেলাম যখন একটু বড় হয়ে,

তখন আমি খুসি ছিলাম অনেক বন্ধু পেয়ে

কলেজেতে গেলাম যখন মনে ছিল ব্যথা,

ক্ষনে ক্ষনে পরতো মনে স্কুলের সব কথা

এইভাবে মোর কাঁটলো যখন বেশ কয়েকটা দিন,

পেয়ে গেলাম বন্ধু তখন, ঘুচল ব্যথার বীণ

জীবনের এই শেষ বেলায় হায় হয়ে গেলাম একা,

তাইতো এখন পড়ছে মনে হাজার স্মৃতির কথা

কেমন করে হারিয়ে গেলো সোনালী সব দিন,

এখন আমি খুবই একা, সঙ্গী-সাথী হীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন