প্রতিজ্ঞা
হাবিবুল্লাহ
আমি করব আমেরিকা জয়..
যারা বুঝেনা মানবতা, নেই কোন দূরদর্শিতা,
বুকার মতো পৃথিবী ও মানব ধ্বংসে
জাপানে মারে “ফ্যাটম্যান” আর “লিটল বয়”
আমি করবো আমেরিকা জয়।
যারা নিজেরা অস্ত্রের পাহার গড়ে
অন্যের শান্তিতে জ্বলে মরে
অন্যের হাতে অস্ত্র দেখলে
ভালো মানুষের ভান করে বলে
এটা কখনোই ঠিক নয়
আমি করবো আমেরিকা জয়।
যারা অন্যায়ভাবে মানুষ মারে
গায়ের জোরে দেশ দখল করে
অন্যের হাতে শক্তি দেখলেই
বোমা মেরে করে দিতে চায় ক্ষয়
আমি করবো আমেরিকা জয়।
যারা অন্যের ধর্মকে তিরস্কার করে
বোরকা ও নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে
আর দাড়ি-টুপিওয়ালা কোন মুসলিম দেখলে
গলা ফাটিয়ে জঙ্গিবাদ কয়
আমি করবো আমেরিকা জয়।
এমন ভাবে করবো সে দেশ জয়
যেন সেই বুকাদের মতো
মানবতা আর পৃথিবী ধ্বংস করতে না হয়।
জানতে কি চাও তুমি?
তাহলে কিভাবে করবো জয়?
শুন হে ধরনী, হবো আমি মহাজ্ঞানী
এমন কিছু করবো আমি সৃষ্টি
যেন দেয় সকল দেশ আমার দেশে দৃষ্টি
দেশে দেশে ছড়বে আমার নাম,
বাড়বে তখন আমার দেশর দাম
একসময় মোর দেশ হবে বিজয়
-এরূপে-
আমি করবো আমেরিকা জয়।
এমন বড় হবো আমি রাজনৈতিক
যেন হয় প্রশংসিত আমার সকল দিক
সবার থেকে শ্রেষ্ঠ যেন আমার এদেশ হয়
আমি করবো আমেরিকা জয়।
আমি হবো এমনই সাহিত্যিক
আমার লেখায় মানব মনে
জাগবে ভালো দিক
এই পৃথিবী সকল মানুষ ভালো যেন হয়
আমি করবো আমেরিকা জয়।
আমার কিসের আবার ভয়?
আমি কি পারবো না সে দেশ করতে জয়?
আমার কবি যে বিদ্রোহী, আমার জাতি যে সংগ্রামী
তাদের রক্তই মোর শীরে শীরে বয়।
আমি করবো আমেরিকা জয়।
এসব কিছু করতে হলে পড়তে হবে বেশ
‘পড়বো আমি’
এই প্রতিজ্ঞায় কবিতা মোর
করলাম আমি শেষ।
26/09/10
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন