বাংলা ভাষা
  
হাবিবুল্লাহ
বাংলা ভাষা প্রাণের ভাষা। 
এই ভাষাতেই প্রকাশ করি
মনের সকল আশা।
বাংলা ভাষা মায়ের ভাষা।
এই ভাষাতেই কথা বলি
লিখি মনের কথা। 
বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা।
এই ভাষাতেই স্বপ্ন দেখি
মেটাই মনের আশা।
বাংলা ভাষা বীরের ভাষা। 
এই ভাষার তরেই জীবন দিল
ছাত্র, যুবক, চাষা। 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন