সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ২৪ : ফুল

 


ফুল

হাবিবুল্লাহ

মনের বাগানে যদি ফোটে না’কো ফুল,

গাছের ঐ ফুল দেওয়া ভুল আর ভুল।

ফুল হলো প্রীতি ও ভালোবাসার চিহ্ন,

যথাতথা এর মান করোনা’কো ক্ষুন্ন।

সবার হাতে ঐ ফুল মানায় না কভু,

যথথাই ফুল তুমি ছিড় কেন তবু?

ঐ ফুল তুলা যায় একবারের জন্য

তবু কেন বার বার কর তুমি ছিন্ন?

প্রয়োজনে একবার তুমি তা ছিড়বে,

তোমার তরে কেন শতফুল ঝড়বে?

ফুলেদের কভু তুমি করোনা’কো হেলা,

মনে তোমার বইবে শান্তির মেলা।

যদি তুমি মনেতে ফোঁটাও বেশি ফুল

মন থেকে কেঁটে যাবে সন্দেহ-ভুল।

০৮/০৩/১৩

[একটি চতুর্দশপদী কবিতা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন