সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ২৫ : স্বাধীনতা মানে

 

স্বাধীনতা মানে 

  হাবিবুল্লাহ

পাখিদের উড়াউড়ি দেখেছো কি কভু?

খানা-পিনায় কষ্ট হলেও সুখ পায় তবু

শুনেছ কি পাখি পাখিদের সুমধুর গান?

শীতল হয় যেই গানে অপরের প্রাণ

যদি পাখিটাকে কর খাঁচায় বন্দি,

দাও যদি ভলো দানা, শস্যের চান্দি,

পাবে নাকো সুখ ওরা আবদ্ধ জীবনে,

সুখ পায় উড়াউড়ি, ইচ্ছার স্বাধীনে

ইচ্ছার প্রকাশেতে পাও যদি ভয়,

জেনে রেখো এটা তোমার স্বাধীনতা নয়

স্বাধীনতা মানে আবার এটাও কিন্তু নয়,

অপরকে কষ্ট দেয়া, আর দেখানো ভয়

স্বাধীনতা মানে হলো মিলে মিশে থাকা,

নিজেকে অপরের তরে সদা প্রস্তুত রাখা
০৯/০৩/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন