সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ২৬ : বৃষ্টি শেষে

          


          বৃষ্টি শেষে 

হাবিবুল্লাহ

একটু আগেই হয়ে গেলো বৃষ্টি পড়া শেষ,

তাই তো এখন নির্মল ও সুন্দর পরিবেশ।

 

বাতাসেতে ছিল যত মিশ্রিত ময়লা,

বৃষ্টিতে মুছে গেল আরো শত কয়লা।

 

গাছ-পালার পাতায় যত লেগেছিল বালি,

বৃষ্টি তা ধুয়ে-মুখে করে দিল খালি।

 

নিঃস্বাসে উঠে এখন পরিষ্কার হাওয়া,

ফুসফুস আর প্রাণে তাই শান্তি যায় পাওয়া।

 

এখন আমি যেদিকেই ফেলি আমার দৃষ্টি,

দু’চোখেতে ভাসে শুধু সবুজের সৃষ্টি।

বৃষ্টি শেষে দূর হয়ে যায় পরিবেশের কালো,

তাইতো এখন হাটতে আমার লাগে খুবই ভালো।
১৩/০৩/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন