সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ২৭ : অসহ্য গরম

      


  অসহ্য গরম 

হাবিবুল্লাহ

গরমের তাপদাহে শরীটা ঘামে,

দেহ বেয়ে দরদর ঘাম শুধু নামে।

বিদ্যুৎ নেই তাই ফ্যানটা নাহি ঘুরে,

অসহ্য গরমেতে মনটা শুধু পুড়ে।

 

কাঠফাঁটা গরমেতে চাষি করে কাজ,

পুড়ে যায় দেহ তবু নাহি করে লাজ।

ফসলের মাঠগুলো ফেঁটে ধরে চিড়,

গাছের ছায়ায় করে রাখালেরা ভিড়।

 

আকুপাকু করে মন বাতাসের তরে,

শ্রান্তিতে হাতপাখা নাহি আর ঘুরে।

 

গরমের কালে থাকে অশান্ত মন,

ছোট ছেলে-মেয়েরা করে জ্বালাতন।

 

বার বার বিদ্যুৎ চলে যায় গরমে,

ভিজে হয় জোব-জাব থাকে যা পড়নে।

[বি: দ্র: এটি একটি চুতুর্দশপদী কবিতা (বাংলা ছন্দে)]
১৭/৩০/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন