সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ২৮ : শহীদের অনুরোধ



শহীদের অনুরোধ

হাবিবুল্লাহ

মা, আমার জন্য কিন্তু একটুও কাঁদবে না।

আমি জান্নাতে তোমার জন্য অপেক্ষায় রইলাম

হয়তো মানুষেরা বলবে, কিভাবে বুঝলো সে জান্নাতী হবে?

কিন্তু বিশ্বাস কর মা, আমি আল্লাহকে খুবই ভালোবাসি।

তাকে ভালোবাসি বলেই তো শহীদ হয়ে তার কাছে ফিরে এসেছি।

আর আমি যে আমার প্রভুকে ভালোবাসি, এটা আমার চেয়ে আর কে বেশি জানে?

তুমি বিশ্বাস কর মা, সেদিন আমি কাওকে মারতে সেখানে যাইনি। বরং বাঁচাতে গিয়েছিলাম কুরআন প্রেমিক একজন মজলুম ও মহান মানুষকে।

মা, তুমি তো জানো, ইসলামে বিশৃঙ্খলার কোন অবকাশ নেই।

কিন্তু মা, জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা সর্বোত্তম জিহাদ এই বাণীও কিন্তু সঠিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন