জ্ঞানী আর মূর্খের পরিচয়
হাবিবুল্লাহ
শহীদের রক্তের চেয়ে দামী
হলো জ্ঞানীর কলমের কালি,
ঘন অমানিশার চেয়ে আরো বেশি
কালো মূর্খ আর অহংকারীর বুলি।
এক রকম দেখলেও পানি ও প্রস্রাব
একই জিনিস নয়।
মানুষের মত তেমন হাত-পা থাকলেও
মানুষ নাহি তারে কয়।
যে জানে আর যে জানেনা কখনো
উভয়ে সমান নয়।
একজন করবে পৃথিবী ধ্বংস আরেকজন
করবে জয়।
জ্ঞানী মানুষ অল্প হলেও সারা
দুনিয়া শাসন করা যায়।
জ্ঞানহীন মানুষ শতকোটি হলেও
ক্ষতিহীনে লাভ হবে না তায়।
জ্ঞানী ব্যক্তি ঘন অন্ধকারে
নিয়ে আসে বেহেশতের চির শান্তি।
জ্ঞানহীন মূর্খ লোকেরা বার
বার করে মানুষকে করে শুধুই বিভ্রান্তি।
জ্ঞানী বিলায় জ্ঞানে আলো
মানুষের তরে
ছিনিয়ে আনতে সুবিজয়,
১৯/০৩/১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন