সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ৩০ : ভাষার দাম

ভাষার দাম 

     হাবিবুল্লাহ

বাংলা আমার মুখের ভাষা

বাংলা আমার মনের আশা

বাংলা আমার প্রাণ...

 

এই ভাষাতেই গাইবো সদা

আমার দেশের গান।

 

বাংলা আমার আলো আশা

বাংলা আমার ভালোবাসা

বাংলা আমার গান...

 

প্রয়োজনে ভাষার তরে

বিলিয়ে দেবো প্রাণ।

 

রফিক, সালাম বরকতুল্লাহ

শফিক ও জব্বার

তারা হলেন বাংলা মায়ের

বড়ই অহংকার।

 

বিলিয়ে গেলেন জীবন তারা

রাখতে ভাষার মান

রক্ত দিয়ে প্রমাণ দিলেন

মায়ের ভাষার দাম।

২৪/০৩/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন