শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

কিস্তিতে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের চুক্তিপত্র (নমুনা-১)

 


বিসমিল্লাহির রাহমানির রাহিম

মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের চুক্তিপত্র 

১ম পক্ষ (দাতা): মোঃ-রিপন মিয়া, পিতা- কাইয়ূম সরকার,  গ্রাম- কামারিয়া, পোঃ- কামারিয়া, থানা-তারা কান্দা, ময়মনসিংহ।

 ২য় পক্ষ (গ্রহীতা): মোঃ-ফজলুল হক, পিতা- মৃত: মনির উদ্দিন, গ্রাম- ধলির কান্দা, পোঃ- কামারিয়া, থানা-তারা কান্দা, ময়মনসিংহ।

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্র লেখা আরম্ভ করিতেছি। আমি ১ম পক্ষ তারিখ-    /    /২০১৯ সুজন হুন্ডার শো-রুম থেকে ২৫,০০০ টাকা জামানত দিয়ে বাকি টাকা কিস্তির  উপর রেখে TVS-Metro মটর সাইকেল ক্রয় করি।

উক্ত TVS-Metro মটর সাইকেলের ২৫,০০০ হাজার টাকা বুঝে পেয়ে , তারিখ-  ৩০ /০৩ /২০১৯  ২য় পক্ষের কাছে বিক্রয় করি।

শর্তসমূহ

১। ১ম পক্ষ উক্ত  গাড়ির কাগজ পত্র ২য় পক্ষের কাছে বুঝিয়ে দিতে বাধ্য থাকবেন।

 

২। এই চুক্তি অনুযায়ী ১ম পক্ষ বা তার কোন ওয়ারিশান কোন ধরনের আপত্তি বা বাধা সৃষ্টি করিতে পারিবে না। করিলে এই চুক্তিপত্র মূলে তা আইনতঃ অগ্রাহ্য হইবে।

উপরোক্ত শর্তাবলী সঠিক জানিয়া স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ইট ক্রয়-বিক্রয় চুক্তিপত্রে নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম।

 

 

১ম পক্ষের স্বাক্ষর                                                  স্বাক্ষীগণের স্বাক্ষর

 

                                                                                            ১।

 

                                                                                           ২।

 

২য় পক্ষের স্বাক্ষর                                                   ৩।

 

                                                                                          ৪।

 

                                                                                          ৫।

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন