শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

পুরাতন অটোবাইক ক্রয়-বিক্রয়ের চুক্তিনামা (নমুনা-১)

 


বিসমিল্লাহির রাহমানির রাহিম

পুরাতন অটোবাইক ক্রয়-বিক্রয়ের চুক্তিনামা

১ম পক্ষ (বিক্রেতা):

২য় পক্ষ (ক্রেতা):

মোঃ বাদল মিয়া

পিতা- সুরুজ আলী

সাং- গ্রাম: আকুয়া মড়ল পাড়া, পো:-ময়মনসিংহ-২২০০, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

ভোটার আইডি নং- ৫৫০৫৪৭৪....।

১। জাহিদুল ইসলাম

  পিতা- তোফাজ্জল হোসেন

  সাং- গ্রাম: নাগবাড়ী,পো:- জটাবাড়ী-

    ১৯৯৬, মধুপুর পৌরসভা, টাঙ্গাইল।

  ভোটার আইডি নং-৯১৫৮...

২। মোঃ হোসেন মিয়া

   পিতা- মৃত: আছর আলী,

   সাং- গ্রাম: দেবউত্তর বেরুয়া,

  পো: রহিমগঞ্জ, ফুলপুর, ময়মনসিংহ।

ভোটার আইডি নং- ৬১১৮১৬৩২...

            আমি অঙ্গিকার পূর্বক ঘোষণা করিতেছি যে,আমার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমার একখানা পুরাতন অটোবাইক সবুজ কালার, Superman ব্যাটারী, ব্র্যান্ড- Lotus:A+B, মডেল- বোরাক, চিসিস নং- XQDS = 201821572 বিক্রয়ের প্রস্তাব করিলে উপরোক্ত গ্রহীতা সর্বোচ্চ মূল্য ,০০,০০০/- (এক লক্ষ) টাকায় ক্রয় করিতে ইচ্ছুক হইলে আমি তাহার নিকট বিক্রয় করি  এবং নি¤œলিখিত উপস্থিত স্বাক্ষীগণের মোকাবেলায় সমস্ত টাকা নগদ বুঝিয়া পাইয়া আমি স্বজ্ঞানে সুস্থ্য মস্তিষ্কে উক্ত চুক্তিনামা স্বাক্ষর করি।

চলমান পাতা-

পাতা-০২

উল্লেখ থাকে যে, উক্ত অটো বাইক আমি বা আমার ওয়ারিশগণ কোনদিন দাবী করিলে তাহা অবৈধ বলিয়া বিবেচিত হইবে।

          ভোটার আইডি কার্ডের ফটোকপি: সংযুক্তি।

          শো-রুমের কাগজপত্র: সংযুক্তি

স্বাক্ষীগণের স্বাক্ষর:                                                ক্রেতার স্বাক্ষর:

১। ...................................

 

২। ...................................

                                                                      বিক্রেতার স্বাক্ষর

৩। ...................................

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন