বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাড়ী ভাড়া চুক্তিপত্র
১ম পক্ষ:- আফরোজী আহমেদ
স্বামী- আবু ওয়াহিদ মোঃ মাহমুদ আল কিবরিয়া
১৩/১ মেডিকেল কলেজ বাইলেন
বাড়ী: মক্কা মদিনা
চরপাড়া, ময়মনসিংহ
মোবাইলঃ ০১৭১১-.......
২য় পক্ষ:- মনির আহমেদ
এজিএম (সেলস)
ইফাদ অটোস লিমিটেড
৩৬, বড় বাজার (১ম তলা)
ময়মনসিংহ।
মোবাইল: ০১৯৭৫-.....
উভয়ের মধ্যে অদ্য ০১/১১/২০১৮ইং নিম্নোক্ত শর্তে বাড়ী ভাড়া চুক্তিপত্র সম্পন্ন হলো।
১। ১ম পক্ষ বাড়ী মক্কা মদিনা, ১৩/১ মেডিকেল কলেজ বাইলেন চরপাড়া, ময়মনসিংহ এর একমাত্র মালিক।
২। ১ম পক্ষ ভবনের ৫ম তলার উপর অবস্থিত ফ্ল্যাট ২য় পক্ষকে মাসিক ভাড়ার জন্য প্রস্তাব করিলে ২য় পক্ষ মাসিক ভাড়া ৫৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকায় উক্ত ফ্ল্যাটটি ভাড়া নিতে রাজি হন।
৩। মাসিক ভাড়ার এই হার এবং চুক্তিনামার মেয়াদ আগামী ৩১/১০/২০১৯ইং পর্যন্ত বহাল থাকবে।
৪। এই চুক্তির মেয়াদ শেষে বাস্তবতার নিরীখে নতুনভাবে মাসিক ভাড়া ও শর্তাদি নির্ধারণ করিয়া বাড়ী ভাড়া চুক্তিপত্র নবায়ন করা যাবে।
৫। এই বাড়ী ভাড়া চুক্তির মেয়াদকালে প্রতি মাসের ১ম সপ্তাহে ২য় পক্ষ ১ম পক্ষকে গত মাসের ভাড়া পরিশোধ করবেন এবং ১ম পক্ষ ২য় পক্ষকে প্রাপ্তি রশিদ প্রদান করবেন।
৬। এই চুক্তির মেয়াদকালে ১ম পক্ষকে ০২ (দুই) মাসের অগ্রিম মৌখিক নোটিশে ২য় পক্ষ বাড়ী ছাড়তে পারবেন (২য় পক্ষের প্রয়োজনে)।
৭। অনুরূপভাবে এই চুক্তির মেয়াদকালে ১ম পক্ষের প্রয়োজনে ২য় পক্ষকে ০২ (দুই) মাসের অগ্রীম মৌখিক নোটিশে বাড়ী ছাড়তে বললে ২য় পক্ষ বাড়ী ছাড়িয়া দিবেন।
৮। ২য় পক্ষ ভাড়াকৃত ফ্ল্যাটের বিদ্যমান সুবিধাদি (যেমন- টিউব লাইট, হাই কমোড ইত্যাদি) যথাযথ ও অত্যন্ত যতœ সহকারে ব্যবহার করবেন এবং ইহাতে কোন প্রকার ক্ষতি সাধন করতে পারবেন না। প্রযোজ্য ক্ষেত্রে ২য় পক্ষ ১ম পক্ষকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করবেন। যাহা ২য় পক্ষ কর্তৃক ১ম পক্ষ বরাবর জমাকৃত অগ্রিম জামানতের টাকা ১৬০০০/- (ষোল হাজার) হতে কর্তন করা হবে।
৯। সাংসারিক কাজে প্রতিদিনের ব্যবহৃত বিভিন্ন ধরনের ময়লা, ঘর ঝাড়– দেওয়ার ময়লা, পলিথিন, কাগজ ও অন্যান্য ময়লা ঘরে রক্ষিত একটি বালতি/পাত্রে জমা করে গ্যারেজে রক্ষিত ড্রামে ফেলবেন। কোন অবস্থায় দরজা/জানালা দিয়ে ময়লা বাইরে ফেলা যাবে না। বিষয়টি অতীব জরুরী।
১০। অত্র বাড়ীর উত্তর পার্শ্বে একটি সরু রাস্তা আছে। রাস্তাটি একজন স্থানীয় বাড়ীর মালিকের ব্যক্তিগত। যাহাতে দরজা/জানালা দিয়ে ময়লা ফেলা নিয়ে প্রায়শই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যপারে পরিবারের সকলকে সতর্ক করার জন্য অনুরোধ করা হলো।
১১। ২য় পক্ষ উলেখিত বাড়ীর পরিবেশ দূষণকারী কোন কাজ বা সমাজ বিরোধী কোন কাজ করতে পারবেন না।
১২। এই ভবনে ১ম পক্ষ এবং অন্যান্য বসবাসকারী ভাড়াটিয়াদের সঙ্গে ২য় পক্ষ শান্তিপূর্ণভাবে সুপ্রতিবেশী হিসেবে বসবাস করবেন যেন একটি সুন্দর পরিবেশ বজায় থাকে। অগত্যা কোন ভুল বুঝাবুঝি হলে তাহা ১ম পক্ষকে অবহিত করবেন।
১৩। সার্ভিস চার্জ বাবদ প্রতি মাসে টাকা ১০০০/- (এক হাজার) মাত্র প্রদান করবেন। যাহা পরবর্তীতে বাড়ানো যাবে।
১৪। সার্ভিস চার্জ বোনাস বাবদ ঈদুল ফিতর ১০০০/- টাকা এবং ঈদুল আযহা ১০০০/- টাকা দিবেন।
১৫। রাত ১১.০০ টার পর মূল গেইট বন্ধ হয়ে যাবে। ১১.০০ টার পর কেউ বাহিরে থাকলে গেইট খোলা ও লাগানোর দায়িত্ব তাদের নিজেদের উপর বর্তাইবে।
১৬। গ্যারেজ ভাড়া প্রতি মাসে ১৫০০/- (এক হাজার পাঁচ শত) টাকা মাত্র প্রদান করবেন। যা পরবর্তীতে বাড়ানো যাবে।
১৭। ভাড়াকৃত ফ্ল্যাটে বর্তমানে কোন বিদ্যুৎ বিলের মিটার নাই। বিদ্যুৎ বিলের মিটার লাগানোর পর বিদ্যুৎ বিল আপনাকে দিতে হবে।
১৮। ভাড়াকৃত ফ্ল্যাটে বর্তমানে গ্যাস নাই। গ্যাস সংযোগের পর গ্যাস বিল আপনি দিবেন।
১৯। বাসা বাড়ী পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
২০। দাড়োয়ান যে কোন কারণে/প্রয়োজনে যে কোন সময় গ্যারেজে/গেইটে নাও থাকতে পারে। সেক্ষেত্রে নিজ দায়িত্বে গেইট খোলা এবং লাগাতে হবে।
২১। এই চুক্তির ব্যপারে কোন সমস্যা/জটিলতা উভয় পক্ষ আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করতে সচেষ্ট থাকবেন। প্রয়োজনে ৩য় পক্ষের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে।
স্বাক্ষীঃ-
১।
২।
১ম পক্ষঃ-আফরোজী আহমেদ
স্বামী- আবু ওয়াহিদ মোঃ মাহমুদ আল কিবরিয়া
১৩/১ মেডিকেল কলেজ বাইলেন
বাড়ী: মক্কা মদিনা
চরপাড়া, ময়মনসিংহ
মোবাইলঃ ০১৭১১-৬২
২য় পক্ষঃ-
মনির আহমেদ
এজিএম (সেলস)
ইফাদ অটোস লিমিটেড
৩৬, বড় বাজার (১ম তলা)
ময়মনসিংহ।
মোবাইল: ০১৯৭৫-৬০৯
0=========== 0============0=============0
আরও পড়ুন...
আবেদনের সকল ফরম্যাট
দলীলের সকল ফরম্যাট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন