বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

মাছ, মুরগী ও ক্যাটল ফিড উৎপাদনের অংশীদারী চুক্তিনামা

 



বিসমিল্লাহির রাহমানির রাহিম

মাছ, মুরগী ও ক্যাটল ফিড উৎপাদনের অংশীদারী চুক্তিনামা

প্রথম পক্ষ: আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ফরাজী, প্রোঃ ফরাজী ট্রেড ইন্টারন্যাশনাল।, ২০ নং মুক্তিযোদ্ধা স্মরণী(ছোট বাজার), ময়মনসিংহ। মোবাইল নং- ০১৬১৫৮১৫১০৮

দ্বিতীয় পক্ষ: মোঃ রিয়াজ উদ্দিন ফকির (সিপার), পিতা আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন ফকির (দুদু ফকির), প্রো সিংরাইল ফিস ফিড মিল, সাং- সিংরাইল, কাঁঠাল বাজার, থানা- ত্রিশাল,  জেলাঃ ময়মনসিংহ। মোবাইল নং- ০১৭৪০৮৫৮৮৫৬

 

পরম করুণাময় মহান আল্লাহর নাম স্বরণ করিয়া অদ্য ০১/০৮/২০১৮ইং তারিখ রোজ বোধবার আমরা উভয় পক্ষ পরস্পর ব্যবসা পরিচালনার লক্ষ্যে বিশদ আলোচনা পূর্বক ১ম পক্ষের ... ব্র্যান্ডের মাছ, মুরগি ক্যাটল ফিড ২য় পক্ষের সিংরাইল ফিস ফিড মিলে নিম্ন লিখিত শর্তাবলীর আওতায় সুষ্ঠু ব্যবসা পরিচালনার স্বার্থে ফিড তৈরীর বিভিন্ন প্রকার উপকরণ সংরক্ষণ, ফিড তৈরী, ফিড মজুদসহ রক্ষণাবেক্ষণ ১ম পক্ষের প্রয়োজন অনুযায়ী আনলোড, ডেলিভারী প্রদান পূর্বক ২য় পক্ষ নিম্নলিখিত নির্ধারিত হারে ক্রাসিং চার্জ গ্রহণ করিবেন।

শর্তাবলীসমূহঃ

১। অত্র চুক্তিনামা অদ্য ০১/০৮/২০১৮ইং হইতে আগামী ০১ (এক) বৎসর বলবৎ থাকিবে। পরবর্তী সময়ে ১ম ২য় পক্ষের সম্মতি/আলোচনাক্রমে সময় বর্ধিত করা যাইবে।

চলমানপাতা-০২

পাতা-০২

 

২। ১ম পক্ষের কমপক্ষে ১০০ (একশত) মেট্রিক টন বিভিন্ন ফিড উপকরণ অর্থাৎ  ভূট্টা, কুড়াসহ রেডি ফিড মজুদ রাখার নিরাপদ সু-ব্যবস্থা ২য় পক্ষ তাহার ফিড মিলের ভিতরে আলাদাভাবে করে দিবেন।

৩। ফিড তৈরির ক্রাসিং রেট নিম্নরূপ নির্ধারিত হইলঃ-

*     মিলি প্রতি কেজি. ...........................................  = .২০ টাকা

*    , . এবং মিলি প্রতি কেজি. ...........................  = .৩০ টাকা

*    . এবং . মিলি প্রতি কেজি .............................. = .৬০ টাকা

*   ক্রাম্বল নার্সারী ফিড প্রতি কেজি ............................ = .৫০ টাকা

৪। ব্যবসায়ীক প্রয়োজনে ১ম পক্ষের একজন প্রতিনিধি সার্বক্ষনিক ব্যবসা দেখাশুনার জন্য মিলে অবস্থানসহ অফিস সংলগ্ন রেস্টরুমে থাকিবেন।

৫। ফিড উপরকরণ খালি বস্তা আনলোড হইতে শুরু করে ফিড তৈরি ডেলিভারি প্রদান উপরোক্ত ক্রাসিং চার্জের মধ্যেই সীমাবদ্ধ থাকিবে।

৬। ২য় পক্ষ, ১ম পক্ষের পরামর্শ, অনুমতিক্রমে অঝই ব্র্যান্ডের ফিড প্রোডকশন, ডেলিভারিসহ .... ফিড সংক্রান্ত সকল কাজ পরিচালনা করিবেন।

চলমান পাতা-০৩

পাতা-০৩

 

         আমরা উভয় পক্ষ অত্র চুক্তিনামা পড়িয়া, মর্ম অবগত হইয়া স্বজ্ঞানে, স্ব-ইচ্ছায়, সুস্থ্য শরীরে স্বাক্ষীগণের উপস্থিতিতে নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম।

 

 

 

১ম পক্ষের স্বাক্ষর                                                    ২য় পক্ষের স্বাক্ষর

 

স্বাক্ষীগণের নাম ঠিকানা

১। নাম

পিতার নাম

সাং-

১। নাম

পিতার নাম

সাং-

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন