বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

টাকা কর্জের হ্যান্ডনোট দলীল (নমুনা কপি-১)


বিসমিল্লাহির রাহমানির রাহিম

টাকা কর্জের হ্যান্ডনোট দলীল 

১ম পক্ষ (দাতা)ঃ কাজল রেখা, স্বামী- গোলাপ মিয়া, পেশা- গৃহিনী, সাকিন- গ্রাম- চরপাড়া বাজার সংলগ্ন, পোষ্ট- ময়মনসিংহ, উপজেলা- সদর, জেলা- ময়মনসিংহ, ধর্ম- ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী।

২য় পক্ষ (গ্রহিতা)ঃ  () জাহাঙ্গীর সরকার, পিতা- মুসলিম সরকার, পেশা- ব্যবসা, ঠিকানা- গ্রাম- তালদিঘি উপজেলা- তারাকান্দা বাজার, জেলা- ময়মনসিংহ, ধর্ম- ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী।

() মোঃ আব্দুল রশিদ (মন্টু মিয়া), পিতা- আকবর আলী, পেশা- ব্যবসা, গ্রাম- মায্যাল, উপজেলা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ।

পরম করুনাময় সৃষ্টিকর্তার নামে হ্যান্ডনোট বা চাহিবা মাত্রই ফেরৎ দেওয়াস অঙ্গিকার পত্র দলিল লিখা আরম্ভ করিতেছি যে, আমরা ২য় পক্ষ গ্রহিতাগণঃ আমাদের পারিবারিক কাজে নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় অন্য কোন উপায়ে টাকা সংগ্রহ করিতে না পারিয়া আপনি অত্র দলীলের ১ম পক্ষ দাতাঃ এর নিকট হইতে নিম্ন লিখা স্বাক্ষীগণের মোকাবেলায় একতোড়াতেসর্বমোট ,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চাহিবা মাত্র পরিশোধ করিবার অঙ্গিকারে আমরা ২য় পক্ষ গ্রহিতাগণঃ আপনি ১ম পক্ষ দাতাঃ এর নিকট হইতে কর্জ গ্রহণ করলাম। প্রকাশ থাকে যে আপনি ১ম পক্ষ আমরা ২য় পক্ষের নিকট উক্ত টাকা চাহিবা মাত্রই আমরা ২য় পক্ষ সর্ব সাকুল্য টাকা বুঝাইয়া দিতে বাধ্য থকিব।

যদি আপনার দেয়া টাকা চাহিবা মাত্রই টালবাহানাক্রমে আপনার বরাবরে বুঝাইয়া না দেই, বা দিতে অস্বীকার করি তবে অত্র দলিল খানি উপযুক্ত আদালতে দাখিল করতঃ ময়মনসিংহ আদালত/সলিশের মাধ্যমে সকল খরচ সহ আমি দ্বিতীয় পক্ষের নিকট হইতে আপনি ১ম পক্ষের দেয়া সমুদয় টাকা আদায় করিয়া নিতে পারিবেন। ইহাতে আমি ২য় পক্ষ কি আমার স্থলবর্তী ওয়ারিশগনক্রমে কেহ কোন প্রকার দাবী দাওয়া করিতে পরিবনা পারিবে না। করিলে তাহা সর্ব আদালতে সম্পূর্ণভাবে অগ্রাহ্য অবৈধ বাতিল বলিয়া গন্য হইবে, টাকা পরিশোধ হওয়ার আগে যদি আমার মৃত্যু হয় তাহা হইলে আমার ওয়ারিশগণবাবা আমার ছোট ভাইআমার স্থাবর সম্পত্তিতে সমুদয় টাকা আপনি ১ম পক্ষ বরাবর বুঝাইয়া দিতে বাধ্য থাকিবে।

উল্লেখ্য যে, যতদিন আপনার নিকট হইতে নেওয়া হাওলাদের সাকুল্যসর্ব মোট ২৫০০০০/= দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আপনি চাহিবা মাত্র নির্দিষ্ট সময়ে আপনি ১ম পক্ষের বরাবর ০৬ (ছয়) মাসের মধ্যে বুঝাইয়া দিতে বাধ্য থাকিব এবং উক্ত সময়ে যদি টাকা দিতে না পারি বা অসমর্থ হই তাহলে আপনি উক্ত দলীলের ১ম পক্ষ যে কোন ব্যবস্থা নিতে পারবেন।

এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ্য শরীরে থাকিয়া নিম্ন লিখিত স্বাক্ষীগনের মোকাবেলায় অত্র হ্যান্ডনোট দলিল কম্পিউটার কম্পোজ করাইয়া ( এক ফর্দে) সম্পাদন করিলাম। ইতি তাং- ১২/০২/২০১৮ইং।

 

স্বাক্ষীগণের স্বাক্ষর নাম ঠিকানাঃ

১।

২।                                                                            প্রথম পক্ষ দাতার স্বাক্ষর

৩।                                                                           দ্বিতীয় পক্ষ গ্রহীতার স্বাক্ষর

                                                                           ) ..............................

                                                                           ) ................................

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন