বিসমিল্লাহির
রাহমানির রাহিম
লেনদেন এবং ভবন নির্মাণ করতঃ হস্তান্তরের চুক্তিনামা
প্রথম পক্ষ |
দ্বিতীয় পক্ষ |
মোঃ আনোয়ার হোসেন রনি ও মোঃ মনোয়র হোসেন মনি। সর্ব পিতা- মরহুম এ.কে.এম সালাউদ্দিন মাতা- মরহুমা মমতাজ বেগম হেলেন ঠিকানা- ১১৭/বি, আর.কে মিশন রোড, সদর, ময়মনসিংহ। |
মোঃ আব্দুল জলিল আকন্দ গং পিতা- মরহুম শাহাবুদ্দিন আকন্দ মাতা- মরহুমা আফরোজা খাতুন ঠিকানা- ৯৪/এ, পুরোহিতপাড়া, সদর, ময়মনসিংহ। |
পরম করুণাময় মহান আল্লাহর নামে উল্লেখিত শিরোনামের চুক্তিপত্র সম্পাদন করিতেছি। আমরা ১ম পক্ষ ও ২য় পক্ষ তফসিল বর্ণিত ভূমি সত্বকার দখলদার বটে। আমরা নিম্নে তফসিল বর্ণিত ভূমির উপর ০৬ তলা বিল্ডিং নির্মাণ করার জন্য উভয় পক্ষ আলাপ আলোচনা ও স্থির সিদ্ধান্তক্রমে নিম্ন বর্ণিত শর্তাবলি যে যাহার উপর যেভাবে প্রজোয্য তাহা মানিয়া চলার অঙ্গীকার করে অত্র ফ্ল্যাট নির্মাণ চুক্তিপত্রে স্বাক্ষিগণের উপস্থিতিতে নিজ নিজ স্বভাব,
স্বাধীন বুদ্ধিতে সুস্থ্য দেহ মনমস্তিষ্কে থাকিয়া অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিপত্রে নিজ নিজ নাম স্বাক্ষর প্রদান করিলাম।
শর্তাবলিঃ
১। ১ম পক্ষ ও ২য় পক্ষ আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত মতে ভূমির মালিকানা এবং ভবনের তৃতীয় তলা নির্মাণের জন্য সর্ব সাকুল্য মূল্য ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা নির্ধারণ করা হলো।
২। ২য় পক্ষ বর্তমানে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা প্রদান করিবে। অতঃপর ২,৫০,০০০/- (দুই লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা ৩১ শে ডিসেম্বর-২০১৮ইং তারিখের মধ্যে পরিশোধ করিবে। অতঃপর বাকি ৬ লক্ষ টাকা দ্বিতীয় পক্ষ ৩০ এপ্রিল ২০১৯ইং তারিখের মধ্যে প্রদান করিবে।
৩। বর্তমানে ৩য় তলা নির্মাণাধিন থাকায় আমাদের (১ম পক্ষ) টাকার বিশেষ প্রয়োজন হেতু ৮ লক্ষ টাকা বুঝিয়া পাইয়া ২য় পক্ষকে গ্রাউন্ট ফ্লোর (১ম তলা) এখন থেকে ভোগ দখল করিবার জন্য বুঝাইয়া দিলাম। প্রকাশ থাকে যে, ৩য় তলা বর্তমানে ২য় তলার অনুরুপ হুবহু আগামী ডিসেম্বরের মধ্যে -২০১৮ মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করে ২য় পক্ষকে দখল বুঝাইয়া দিতে বাধ্য থাকিব।
১ম পক্ষের নাম ও ঠিকানাসহ স্বাক্ষর ২য় পক্ষের নাম ও ঠিকানাসহ স্বাক্ষর
স্বাক্ষীগণের নাম ও ঠিকানাসহ স্বাক্ষর
১।
২।
৩।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন