বিসমিল্লাহির রাহমানির রাহিম
হাসপাতাল/ক্লিনিকের জন্য বাড়ী ভাড়ার চুক্তিপত্র
১ম পক্ষ (মালিক): ১। মোঃ আব্দুর রশিদ, ২। মোঃ আব্দুস সালাম উভয় পিতা- মরহুম চাঁন মিয়া, উভয়-মাতা-জয়তন নেছা, ৩। মোঃ শফিকুর রহমান (এমরান), পিতা- মরহুম লাল মিয়া, মাতা- এমিলি বেগম, ৪। জয়তন নেছা, স্বামী- মরহুম চাঁন মিয়া, সর্ব সাং- ৬৬/সি বাঘমারা রোড, পোঃ ময়মনসিংহ, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
২য় পক্ষ (ভাড়াটিয়া): ১। মোঃ আব্দুল হামিদ, পিতা- মোঃ কাজিম উদ্দিন, মাতা- আজিরন নেছা, গ্রাম+পোঃ গণপদ্দী, উপজেলা- নকলা, জেলা- শেরপুর। ২। মোঃ আব্দুর রশিদ, পিতা- মোঃ আব্দুল মান্নান, মাতা- তছিরন নেছা, সাকিন- বাইলাকান্দি, পোঃ গণপদ্দী, উপজেলা- নকলা, জেলা- শেরপুর। ৩। মোঃ শাখাওয়াত হোসেন খান, পিতা- মরহুম ইমাম হোসেন খান, মাতা- মরহুম সাহেরা খাতুন, সাকিন: গ্রাম- তিলাটিয়া, পোঃ চন্দপুর, থানা- তারাকান্দা, উপজেলা- তারাকান্দা, জেলাঃ ময়মনসিংহ। ৪। মোঃ মোজাম্মেল হোসেন, পিতা- মোঃ আব্দুর রহমান, মাতা-
পরম করুণাময় আল্লাহর নামে বাড়ী ভাড়ার চুক্তিপত্র লেখা আরম্ভ করিতেছি যে, আমরা ১ম পক্ষগণ আমাদের নি¤œ তফসিল বর্ণিত ৩ তলা বিশিষ্ট বাড়ীর ২য়, ৩য় ও ৪র্থ তলা (অর্থাৎ চতুর্থ তলার ২টি রুম ও একটি বাথরুমসহ) ভাড়া দেওয়ার আগ্রহ প্রকাশ করিলে আপনারা ২য় পক্ষগণ সিটি হাসপাতাল (প্রাঃ) নামীয় একটি সেবামূল প্রতিষ্ঠান করার উদ্দেশ্যে ভাড়া নিতে সম্মত হওয়ায় এবং উভয়পক্ষ নি¤œবর্ণিত শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করিবেন এই মর্মে অঙ্গীকারে আবদ্ধ হইলাম।
শর্তাবলী
১। ভাড়া ভাড়াটি অগ্রীম জামানত ৮,৩০,০০০/- (আট লক্ষ ত্রিশ হাজার) টাকা। সিটি হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলা মেরামতের জন্য জামানত ............ টাকা। সিটি হাসপাতালের তৃতীয় তলার ছাদের মেরামতের জন্য জামানত ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। সিটি হাসপাতালের বাহিরে রঙ করা বাবদ আরও ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা। অগ্রীম বাবাদ ১ম পক্ষকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করিতে হইবে। মোট অগ্রীম জামানত ----------- টাকা ( ) টাকা।
২। নি¤েœ সিটি হাসপাতালের মেয়াদ ০৬ (ছয়) বৎসর। ১ লা জুলাই ২০১৯ইং হইতে ৩০ জুন ২০২৫ইং তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।
ক) ১ম মেয়াদ ১ লা জুলাই ২০১৯ইং হইতে ৩০ জুন ২০২২ইং তারিখ পর্যন্ত মাসিক ভাড়া ৬০,০০০/- (ষাট হাজার) টাকা প্রতি মাসে জামানতের টাকা হইতে কর্তন হবে ১০,০০০ (দশ হাজার) টাকা।
খ) দ্বিতীয় মেয়াদ ১ লা জুলাই ২০২২ইং হইতে ৩০ শে জুন, ২০২৫ইং পর্যন্ত মাসিক ভাড়া ৬৯০০০/- (উনসত্তর হাজার) টাকা। টাকা প্রতি মাসে জামানতের টাকা হইতে কর্তন হবে ১০,০০০ (দশ হাজার) টাকা।
৩। প্রত্যেক মাসের ভাড়া পরবর্তী মাসের ১ম সপ্তাহের মধ্যে আদায় রশিদের মাধ্যমে পরিশোধ করিত হইবে।
৪। ২য় পক্ষ বিদ্যুৎ, গ্যাস ও পানি বিল পরিশোধ করিবে। বর্ণিত মেরামত ও সংস্কারের প্রয়োজন হয় তাহলে ১ম পক্ষের অনুমতি নিয়া মেরামত করিবেন। এই বিল্ডিংএর কোন কাজ করার প্রয়োজন হইলে তাহা ২য় পক্ষকেই নিজ খরচে বহন করিতে হইবে।
৫। এই সিটি হাসপাতাল (প্রাঃ) এ অসমাজিক, অবৈধ কার্যকলাপ বা বেআইনী কোন প্রকার কাজ বা দ্রব্য রাখিতে পারিবে না।
৬। ২য় পক্ষ যদি ব্যাংক ঋণ অথবা কোন শেয়ার হোল্ডারের কাছ থেকে বা কোন সংস্থার নিকট হইতে ঋণ গ্রহণ করিলে ১ম পক্ষ ইহার কোন রূপ দায় দায়িত্ব গ্রহণ করিবে না বা দায়ী থাকিবে না।
৭। এই সিটি হাসপাতালের চুক্তির মেয়াদকালীন সময়ে ইলেকট্রিসিটি, সেনেটার ও সেফটি ট্যাংকী যাবতীয় কাজ কর্ম দ্বিতীয় পক্ষকে বহন করিতে হইবে।
৮। মেয়াদ উত্তীর্ণ শেষ হওয়র এক বৎসর পূর্বে আলোচনার মাধ্যমে নবায়ন করা হইলে জামানত টাকার অতিরিক্ত টাকা নতুন মেয়াদে সংযোজন হইবে।
৯। চুক্তিপত্র চলাকালীন ২য় পক্ষ/ভাড়াটিয়া উক্ত বাসাটি ছাড়িয়া দিতে চাহিলে ১ম পক্ষ/মালিককে ০৬ মাস পূর্বে অবগত করাইয়া জামানতের টাকা এক তোড়াতে বুঝিয়া নিয়া বাসাটি ছাড়িয়া দিতে পারিবে এবং ১ম পক্ষ/মালিক উক্ত বাসাটি প্রয়োজন বশতঃ ২য় পক্ষ/ভাড়াটিয়াকে ০৬ (ছয়) মাস পূর্বে অবগত করাইয়া জামানতের অবশিষ্ট টাকা এক তোড়াতে ফেরত দিয়া উক্ত বাসাটি বুঝিয়া নিতে পারিবে ইহাতে কোন ওজর আপত্তি চলিবে না।
এতদ্বার্থে উপরোক্ত শর্তাবলী পড়িয়া, বুঝিয়া, স্বেচ্ছায়, স্বজ্ঞানে স্বাক্ষীগণের উপস্থিতিতে জামানতের অগ্রীম ৮,৩০,০০০/- (আট লক্ষ ত্রিশ হাজার) টাকা বুঝিয়া পাইয়া আমরা উভয় পক্ষ নিজ নিজ নামে স্বাক্ষর করিয়া অত্র বাড়ীটির চুক্তিপত্র দলীল সম্পাদন করিলাম। অত্র চুক্তিপত্র দলিল ০৩ (তিন) ফর্দ্দে ও ০৪(চার) জন স্বাক্ষী করা হইল। এই চুক্তিপত্রটি ১লা জুলাই ২০১৯ইং সন হইতে কার্যকর হইবে। ইতি তাং ৩০/০৬/২০১৯ইং।
ভাড়াটিয়া বাড়ীর তফছিল চৌহদ্দিঃ-
জেলা-ময়মনসিংহে কতোয়ালী থানাধীন, মৌজা- টাউন ভাটিকাশর মধ্যে-
প্রজা খতিয়ান নং......., সিএস দাগ........., আর, ও আর দাগ নং.........., সি, আর, এস..........., শ্রেণি.............., পরিমাণ..............,
স্বাক্ষীগণের নাম ও ঠিকানাঃ-
১।
২।
৩।
৪।
১ম পক্ষের স্বাক্ষর
১।
২।
৩।
৪।
২য় পক্ষের স্বাক্ষর
১।
২।
৩।
৪।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন