শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

টাকা কর্জ নামা দলিল (নমুনা-১)



 বিসমিল্লাহির রাহমানির রাহিম

টাকা কর্জ নামা দলিল

১ম পক্ষ

২য় পক্ষ

মোসা: আফরোজা বেগম শান্তি
পিতা- জনাব আলী আকন্দ
এনআইডি নং- ৮৩৩১১৩.....
বাসা/হোল্ডিং১৫, ব্রাহ্মপল্লী রোড, ব্রাহ্মপল্লী, ডাকঘর- ময়মসিংহ-২২০০, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

ফারজানা আইরিন
স্বামী- ফজলুল হক, 
গ্রাম- টিউকান্দা, ডাকঘর- ঢাকুয়া, উপজেলা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ।

        আমি ১ম পক্ষ এই মর্মে কর্জ নামা দলিলের মাধ্যমে অঙ্গীকার করিতেছি যে, আমার সাংসারিক কাজের জন্য টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় এবং আমার সম্ভাব্য বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুজি করিয়া টাকা সংগ্রহ করিতে না পারিয়া আমার পরিচিত ২য় পক্ষের নিকট ,০০,০০০/- (এক লক্ষ) টাকা হাওলাদ চাহিলে আপনি ২য় পক্ষ উক্ত টাকা হাওলাদ দিতে রাজি হইলে আমি ১ম পক্ষ উক্ত টাকা অদ্য ১৫/০৫/২০১৯ইং তারিখ  রোজ বুধবার নিম্নোক্ত স্বাক্ষীগণের মোকাবেলায় নগদ এক তোড়াতে ,০০,০০০/- (এক লক্ষ) টাকা আমি ১ম পক্ষ আপনি ২য় পক্ষের বসত ঘরে বসিয়া উক্ত ,০০,০০০/- (এক লক্ষ) টাকা গুনিয়া বুঝিয়া নেই এবং কথা থাকে যে, উক্ত ,০০,০০০/- (এক লক্ষ) টাকা আমি ১ম পক্ষ আপনি ২য় পক্ষের প্রয়োজনের ০১ (এক) মাস পূর্বে আমি ১ম পক্ষকে জানাইলে আমি ১ম পক্ষ ০১ (এক) মাসের মাসের মধ্যে পরিশোধ করিব বলে স্বীকার অঙ্গীকার করিতেছি। 

       কিন্তু যদি আমি ১ম পক্ষ উক্ত টাকা মেয়াদান্তে পরিশোধ করিতে ব্যর্থ হই অথবা কোন রকম টালবাহানা করি তবে আপনি ২য় পক্ষ আমার বিরুদ্ধে প্রচলিত আইনের মাধ্যমে উক্ত টাকা আাদায় করিয়া নিতে পারিবেন। ইহাতে আমার বা আমার কোন স্থলবর্তী ওয়ারিশান গণের কোন ওজর আপত্তি থাকিবে না, করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য হইবে।

     আরো প্রকাশ থাকে যে, আমার অবর্তমানে আমি ১ম পক্ষের ওয়ারিশানগণ উক্ত কর্জের ,০০,০০০/- (এক লক্ষ) টাকা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন অথবা উক্ত টাকা আদায়ের জন্য ২য় পক্ষ আমার (১ম পক্ষের স্থাবর অস্থাবর সম্পত্তির উপর যে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে পারিবেন। ইহাতেও আমি বা আমার কোন স্থলবর্তী ওয়ারিশানগণের কোন ওজর আপত্তি চলিবে না, করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রহ্য হইবে।                         

       আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র কর্জ নামা দলিল লিখাইয়া পাঠ করিয়া সত্য নির্ভূল জানিয়া সাক্ষীগণের মোকাবেলায় নিম্নে নিজ নাম স্বাক্ষর করিলাম।

 

 

 

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ                                                 ১ম পক্ষের স্বাক্ষরঃ

১।

 

২।                                                                          ২য় পক্ষের স্বাক্ষরঃ

 

৩।


0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন