শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

দোকান ভাড়ার চুক্তিপত্র (নমুনা-১)


বিসমিল্লাহির রাহমানির রাহিম

দোকান ভাড়ার চুক্তিপত্র

প্রথম পক্ষ(মালিক)

দ্বিতীয় পক্ষ(ভাড়াটিয়া

মোঃ আব্দুর রহিম

পিতা- মৃত দিদার আলী

সাং- ৩২ নং জে.সি, গুহ রোড

থানাঃ কোতোয়ালী

জেলাঃ ময়মনসিংহ।

এনআই ডি নং-

মোঃ আব্দুল বারী

পিতাঃ মোঃ ছমির উদ্দীন সরকার

আল হেরা একাডেমি রোড,

পোষ্ট + থানাঃ ফুলবাড়িয়া

জেলাঃ ময়মনসিংহ।

এনআই ডি নং-

 

পরম করুণাময় মহান আল্লাহর নাম স্বরণ করিয়া উল্লেখিত দোকানের মাসিক ভাড়ার চুক্তিপত্র আরম্ভ করিলাম। প্রথম পক্ষ- মোঃ আব্দুর রহিম, পিতা- মৃত দিদার আলী, সাং-৩২ নং জে.সি, গুহ রোড, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ময়মনসিংহ- অবস্থিত স্বত্তঃ দখলীয় দোকান ভাড়া দিতে চাহিলে আপনি দ্বিতীয় পক্ষ- মোঃ আব্দুল বারী, পিতাঃ মোঃ ছমির উদ্দীন সরকার, আল হেরা একাডেমি রোড, পোষ্ট + থানাঃ ফুলবাড়িয়া, জেলাঃ ময়মনসিংহ। বৈধভাবে ব্যবসা করার নিমিত্তে উহা ভাড়া নিতে সম্মত হইয়াছেন। সেই মতে উভয় পক্ষ নিম্নলিখিত শর্তাবলী পাঠদানে সম্মত হইয়া চুক্তিপত্র সহি সম্পাদন করিলাম।

 

 

চলমানপাতা-০২

পাতা-০২

শর্তাবলী

১। অত্র চুক্তিপত্রে ০১/০৮/২০১৮ইং তারিখ হইতে আগামী ০১/০৮/২০২১ইং তারিখ অর্থাৎ (তিন) বৎসর বলবৎ থাকিবে।

২। আমি ১ম পক্ষ দোকানের মালিক, ২য় পক্ষ এর কাছ থেকে দোকানের অগ্রিম জামানত বাবদ নগদ ১৫০০০/= (পনের হাজার) টাকা গ্রহণ করিলাম।

৩। অত্র দোকানের মাসিক ভাড়া ৫০০০/= (পাঁচ হাজার) টাকা। যাহা পরবর্তী মাসের - হইতে তারিখের মধ্যে ২য় পক্ষ ১ম পক্ষ বরাবর পরিশোধ করিতে বাধ্য থাকবেন।

৪। দোকানে ব্যবহৃত বিদ্যুৎ বিল মিটার রিডিং অনুযায়ী দ্বিতীয় পক্ষ পরিশোধ করিবেন।

৫। দ্বিতীয় পক্ষ দোকান ছেড়ে যাওয়ার সময় ১ম পক্ষের নিকট জমাকৃত অগ্রীম জামানতের অবশিষ্ট টাকা এক কালীন ফেরত দিতে বাধ্য থাকিবেন।

৬। ২য় পক্ষ দোকানে কোন প্রকার অবৈধ ব্যবসা করিতে পারিবেন না বা অবৈধ মালামাল রাখিতে পারিবন না।

৭। চুক্তির মেয়াদকালীন এই ০৩ (তিন) বৎসরের মধ্যে ১ম পক্ষ দোকান ভাড়া বৃদ্ধি করিতে পারিবেন না।

৮। চুক্তির মেয়াদ শেষে ১ম পক্ষ ২য় পক্ষের সংগে আলোচনা স্বাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে নবায়ন বা পুনঃচুক্তিতে আবদ্ধ হইতে পারিবেন।

৯। মেয়াদ উত্তীর্ণের পূর্বে ২য় পক্ষ দোকান যে কোন কারণে ছাড়িয়া দিতে চাহিলে ২য় পক্ষ ১ম পক্ষকে তিন মাস পূর্বে নোটিশ প্রদান করিতে হইবে।

 

চলমান পাতা-০৩

 

পাতা-০৩

১০। চুক্তির মেয়াদকালীন সময়ে দোকানের মেরামত প্রয়োজন হইলে উহা ১ম পক্ষ (মালিক) নিজ খরচে করিয়া দিতে বাধ্য থাকিবেন।

১১। উপরে উলে­খিত শর্তবলী উভয় পক্ষ মানিয়া নিতে বাধ্য থাবিবেন।  কোন পক্ষ চুক্তি ভঙ্গ করিলে অন্য পক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

 

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচনায় অত্র দোকানের চুক্তিনামা আমরা উভয় পক্ষ নিম্নলিখিত স্বাক্ষীগণের সম্মুখে নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম।

 

স্বাক্ষীগণের নাম ঠিকানাঃ

১।

                                                                           ১ম পক্ষ/ মালিকের স্বাক্ষর

 

২।

                                                                        ২য় পক্ষ/ভাড়াটিয়ার স্বাক্ষর

 

৩। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন