শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

হাসপাতাল ও ক্লিনিক এর অংশীদারীর দলিল (নমুনা-২)

 



বিসমিল্লাহির রাহমানির রাহিম

হাসপাতাল ও ক্লিনিক এর অংশীদারীর দলিল

১ম পক্ষগণ:- (১) নাজমুল হক, (২) রবিউল আলম    .............ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার(প্রাঃ) ,  চরপাড়া বাইলেন, ডক্টরস কোয়ার্টারের বিপরীতে, চরপাড়া, ময়মনসিংহ।

 

২য় পক্ষ:- আমির হামজা, পিতা- মৃত: নূরল ইসলাম, ঠিকানা- গ্রাম- তেলিপাড়া, ডাকঘর- রেখির পাড়া-২০১০ থানা- মেলান্দহ, জেলা- জামালপুর।

 

পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে অত্র অংশীদারীর দলিল লিখা আরম্ভ করিতেছি। আমরা উপরে উল্লেখিত দুইজন ব্যবসায়ী একত্রে মিলিত হইয়া আলোচনার্থে অংশীদারিত্ব এবং লাভ বা লোকসান এর হার অনুযায়ী বন্টনের ভিত্তিতে ডায়গনস্টিক ও ক্লিনিকের ব্যবসা করার জন্য অংশীদারি হওয়ার প্রস্তাব করিলে আমরা সর্বসম্মতিক্রমে রাজি হই। সুষ্ঠু ভাবে বিভিন্ন পণ্যের পরিবেশক ও রি-প্যাকিং এর ব্যবসার মানসে পরিচালনা করার জন্য পক্ষগণ নিম্নলিখিত শর্ত মানিয়া চলার চুক্তিতে আবদ্ধ হই এবং অন্য কাহারও বিনা প্ররোচনায় স্বেচ্ছায়, স্বজ্ঞানে অত্র অংশীদারী চুক্তিপত্র সম্পাদন করিলাম।


শর্তাবলী”

১। এই অংশীদারি ব্যাবসা-  ............. ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ) নামে পরিচালিত হইবে। যাহার রেজিষ্ট্রিকৃত লাইসেন্স নং- ... ............      , প্রধান কার্যালয়,  চরপাড়া বাইলেন, ডক্টরস কোয়ার্টারের বিপরীতে, চরপাড়া, ময়মনসিংহ- হিসাবে ব্যবহৃত হইবে এবং পরিচালিত হইবে।

২। উক্ত অংশীদারিত্ব, ব্যাবসার প্রয়োজনীয় মূলধন পক্ষগণ নিজ নিজ লাভ লোকসানের হার অনুযায়ী বিনিয়োগ করিতে বাধ্য থাকিবেন।

৩। লেনদেনের সুবিধার্থে পক্ষগণের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী যে কোন বাণিজ্যিক ব্যাংকে যৌথ স্বাক্ষরে ডায়াগনস্টিক এর ব্যাবসার অনুকূলে হিসাব খুলিবেন।

৪। উক্ত ডায়াগনস্টিক ও ক্লিনিক এর ব্যাবসায় যাবতীয় খরচ যথা- ক্রয়, বিক্রয়, মজুরী প্রদান, কর্মচারীর বেতন, কার্যালয়ের ভাড়া ও সর্বত্রভাবে সমস্ত খরচপত্রাদি ভাউচারের মাধ্যমে প্রদান করিতে হইবে এবং যৌথ স্বাক্ষর থাকিতে হইবে। অন্যান্য খরচ অংশীদারের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী করা যাইবে। ব্যবসার সমুদয় হিসাব পক্ষগণের মনোনীত ব্যক্তি রক্ষণাবেক্ষণ করিবেন। ইহাতে কাহরও আপত্তি থাকিবে না। বিভিন্ন অফিসে যাবতীয় যোগাযোগ পক্ষগণ নিজ দায়িত্বে করিবেন।

চলমান পাতা- ০২

পাতা-০২

       পক্ষগণ মনে করিলে যে কোন পক্ষকে তাহার জন্য ক্ষমতা প্রদান করিতে পারেন। পক্ষগণের সর্বসম্মতি সিদ্ধান্ত অনুযায়ী কাজ পরিচালিত হইবে এবং পক্ষগণ মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। অংশীদারগণ একত্রে মিলিত হইয়া প্রয়োজনবোধে যে কোন শর্ত পরিবর্তন, পরিবর্ধন, বাতিল ও সংযোজন করিতে পারিবেন। ব্যবসার প্রয়োজন যে কোন দিন বা সময় অস্থায়ী অফিসে অংশীদারগণ মিলিত হইয়া কাজের ব্যাপারে পরিকল্পনা বা পর্যালোচনা বা সুবিধা বা অসুবিধাসহ বিস্তারিত আলাপ-আলোচনা করিবেন।

৫। উক্ত প্রতিষ্ঠাণের সাথে সম্পর্কিত সকল খরচ ও অংশীদারগণের নির্দিষ্ট বেতন নেওয়ার পর অবশিষ্ট্য লাভ বা লোকসানের বাৎসরিক হিসাব অনুযায়ী অবশিষ্ট লাভ বা লোকসানের উপরোক্ত পার্সেন্টিস অনুযায়ী বন্টন করা হইবে।

৬। উক্ত চুক্তি চলাকালীন সময়ে যদি কোন পক্ষের দুর্ঘটনা বা অভাব ঘটে তার ওয়ারিশগণ হিস্যা অনুযায়ী পাইবেন। অংশীদারের মধ্যে পক্ষগণের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিতে বধ্য থাকিবেন। যদি কোন পক্ষ তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিতে অসমর্থ হন তাহা হইলে যথাযথভাবে একে অপরকে অবগত করিবেন এবং পক্ষদ্বয় ইহার সুরাহা করিবেন। যদি উক্ত পক্ষের তদানুরূপ না করার কোন পক্ষের কোন ক্ষতি সাধিত হয় তাহা হইলে উক্ত পক্ষ এককভাবে ইহার দায়-দায়িত্ব বহন করিবেন এবং ক্ষতিপূরণ প্রদান করিতে বাধ্য থাকিবেন।

৭। পক্ষগণ ব্যাবসা কার্য করিবার কালে কর্তৃপক্ষ ও সকল অফিস কর্মচারিগণের সহিত সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বজায় রাখিয়া চলিবেন এবং কর্তৃপক্ষের যাবতীয় নিয়মাদি পক্ষগণ মানিয়া চলিতে বাধ্য থাকিবেন।

৮। অত্র প্রতিষ্ঠানের প্রতি মাসের ০৫ (পাঁচ) তারিখের মধ্যে সমস্ত হিসাব-নিকাশ আপ-টু-ডেট রাখিতে হইবে।

৯। এই চুক্তিনামা শুধুমাত্র ডায়াগনস্টিক ও ক্লিনিকের ব্যাবসার জন্য প্রযোজ্য হইবে।

১০। এই অংশীদারি ব্যাবসা ১৯৩২ সনের বাংলাদেশের অংশীদারী আইন অনুযায়ী পরিচালিত হইবে।

চলমানা পাতা-০৩

পাতা-০৩

তফসিল

প্রতিষ্ঠানের নাম :  ...... ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টা (প্রাঃ)

লাইসেন্স নং- :

যাহার প্রধান কার্যালয় :  চরপাড়া বাইলেন, ডক্টরস কোয়ার্টারের বিপরীতে, চরপাড়া, ময়মনসিংহ।

ব্যাবসার ধরণ : ডায়াগনস্টিক ও ক্লিনিকের ব্যাবসা।

 ২য় পক্ষ ১ম পক্ষগণকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদানের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানে অংশীদার হয়।

 

বিঃদ্রঃ প্রয়োজনে যো কোন সময় টাকা ইনভেষ্ট করা হতে পারে।

 

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিনাপত্রের যাবতীয় শর্ত মানিয়া নিয়া নিম্নলিখিত স্বাক্ষীগণের সম্মুখে নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম।

 

 

স্বাক্ষীগণের নাম ও ঠিকানাঃ                             ১ম পক্ষগণের স্বাক্ষরঃ

১।                                                       ১।

২।                                                       ২।

৩।                                                       ৩।

 

                                                            ২য় পক্ষের স্বাক্ষরঃ

                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন