সাব-কাওলা
বায়নাপত্র দলীল
মূল্য- ১৫,০০০০০ (পনেরো লক্ষ) পরিশোধ সম্পূর্ণ মৌজা-কুমড়ী-মুদিপাড়া,মোয়াজী-০.৫ (পাঁচ) শতাংশ ভূমি ইউনিয়ন- ৩নং বাজিতখিলা, থানা:শেরপুর সদর, জেলা: শেরপুর।
১মপক্ষ গ্রহিতাঃ (১) মোঃ জিহাদ হোসেন (২) মোঃ জুনাইদ মিয়া, পিতা: সাইদুর ইসলাম, মাতা: মোছা: জাকিয়া বেগম, গ্রাম: পূর্ব কুমড়ী, ইউনিয়ন-৩নং বাজিতখিলা,থানা: শেরপুর সদর, জেলা: শেরপুর।
২য় পক্ষ দাতাঃ ছোরাইরা খাতুন,পিতা:সিরাজুল ইসলাম মোল্লা,মাতা: ছানুয়ারা বেগম,গ্রাম-পূব্র্কুমড়ী, ইউনিয়ন-৩নং বাজিতখিলা,থানা:শেরপুর সদর,জেলা:শেরপুর।
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে
বায়না পত্র দলিল সৃষ্টির উদ্দেশ্যে বর্ণনা করিতেছি যে, আমার দখলীয় নিম্ন তফছিল বর্ণিত মোয়াজী ০৫ (পাঁচ)
শতাংশ ভূমি সাব- কাওলা বিক্রয় করার প্রস্তাবে আপনারা গ্রহীতা পক্ষদ্বয় উক্ত ভূমি খরিদ
করিতে ইচ্ছুক হইয়াছেন। সেমতে উক্ত ভূমির বাজার যাচাই করতঃ ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা বুঝিয়া পাইয়াছি। আমার ভূমির কাগজ পত্র
(ইজারার অনুমতি) ফাইনাল পাইয়া আপনাদের বরাবরে লিখিত দলিল রেজিস্ট্রী করিয়া দিতে বাধ্য
থাকিব। অন্যথায় আমি তাল বাহানা করিলে আপনারা এই বায়না পত্র আদালতে দাখিল করিয়া দলিল
রেজিস্ট্রী করিয়া লইতে পারিবেন। ইহাতে আমি বা আমার ওয়ারিশগণের কেহ কোন প্রকার আপত্তি
করিতে পারিবে না। ইতি তাং-০৫-০৮-২০২২ইং
ভূমির তপসিল
খতিয়ান নং |
দাগ নং |
জমির পরিমাণ |
৬৬৬/১২৩৩ |
১২৬১/৩৫৭২ |
০.১৮ কাতে .০৫ (পাঁচ
শতাংশ) |
.......................... .............................
ক্রেতারস্বাক্ষর/টিপসহি বিক্রেতারস্বাক্ষর/টিপসহি
স্বাক্ষীগণের স্বাক্ষর:
১।
২।
৩।
আরও পড়ুন...
আবেদনের সকল ফরম্যাট
দলীলের সকল ফরম্যাট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন