বিসমিল্লাহির রাহমানির রাহিম
দুর্ঘটনার দায়ভার গ্রহণ সংক্রান্ত ব্যবসায়িক অঙ্গীকারনামা
প্রথম পক্ষ (ইজারাদার): মোঃ জহুরুল ইসলাম জরু মেম্বার, গ্রাম- চকপাড়া, ডাকঘর- গাজিরখামার, থানা ও জেলা- শেরপুর।
দ্বিতীয় পক্ষ (ব্যবাসায়ী): ১। মোঃ আবুছাল, পিতা- মৃত তমছের আলী, গ্রাম- গির্দ্দাপাড়া, ডাকঘর- গাজিরখামার, থানা ও জেলা- শেরপুর।
২। মোঃ আসলাম,
পিতা- মোঃ আকবর আলী,
গ্রাম- উত্তর কান্দলি,
ডাকঘর- ঝিনাইগাতি,
থানা- ঝিনাইগাতি, জেলা- শেরপুর।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নামে অত্র ব্যবসায়ী চুক্তি পত্রে ঘোষিত হইতেছে যে, আমরা দ্বিতীয় পক্ষগণ আপনার অধিকৃত (ইজারা) সরকার ঘোষিত শের আলী গাজী (রহঃ) এর মাজারে একটি জায়গা মেলার জন্য বরাদ্দ নিয়াছি। উক্ত স্থানে আমি নাগর দোলা, নৌকা বাইচ ও অন্যান্য যানবাহন ব্যবহার করিব। প্রকাশ থাকে যে, ইহাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যদি এই যন্ত্রগুলি ব্যবহার করে কোন শিশু বা সাধারণ মানুষ দুর্ঘটনার স্বীকার হন তাহলে এর সম্পূর্ণ দায়ভার আমরা দ্বিতীয় পক্ষগণ বহন করিব। এতে আমাদের কেহ আপনি প্রথম পক্ষ (ইজারাদার) কে দুষি সাবস্ত করিতে পারিবে না এবং ক্ষতিগ্রস্থকে যদি অর্থ দ্বারা সহযোগিতা করতে হয় তবে তা আমরা দ্বিতীয় পক্ষগণ বহন করতে বাধ্য থাকিব। দুর্ঘটার পর কোন প্রকার টালবাহানা বা গড়িমশি করিলে ইহাতে আমরা নিজেরা দায়ী থাকিব এবং আপনি আইগত ব্যবস্থা নিতে পারিবেন।
স্বাক্ষীগণের স্বাক্ষর
১।
২। প্রথম
পক্ষের স্বাক্ষর:
৩।
৪।
৫।
দ্বিতীয় পক্ষের স্বাক্ষর:
১।
২।
আরও পড়ুন...
আবেদনের সকল ফরম্যাট
দলীলের সকল ফরম্যাট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন