শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

জামিন নামা বা অঙ্গীকার নামা: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ ‍SDF)

 


জামিনদার কর্তৃক এসডিএফ-এ নিযোগ প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীর ০১ কপি সত্যায়িত ছবি


জামিননামা

 

জাদিদারের ০১ কপি সত্যায়িত ছবি

 

১. আমি মোঃ সুরুজ জামান এই মর্মে প্রত্যয়ন করছি যে, জনাব মোঃ ........... হোসেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এ-ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত, পিতা- মোঃ ..............., মাতা- ........., গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার, থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর, মোবাইল নং- .............. এবং জাতীর পরিচয়পত্র নং- .......... আমার পূর্ব পরিচিত এবং সম্পর্কে তিনি আমার ছেলে। তিনি সৎ চরিত্রের অধিকারী। তিনি রাষ্ট্র সমাজ বিরোধী কোন কার্যকলাপে জড়িত নন

২. আমি মোঃ সুরুজ জামান এই মর্মে অঙ্গীকার ও নিশ্চয়তা প্রদান করছি যে, মোঃ............ হোসেন এসভিএফ এ চাকরিরত অবস্থায় দায়িত্ব পালনকালীন সময়ে তার দ্বারা সংস্থার কোন প্রকার ক্ষতি সাধন বিশেষ করে আর্থিক ক্ষতি সাধিত হলে এবং তিনি অর্থ তছরুপ বা আত্মসাৎ করলে অথবা পরোক্ষভাবে জড়িত থাকলেও আমি তার জামিনদার হিসেবে উক্ত ক্ষতির বিপরীতে যাবতীয় আর্থিক দায়ভার বহন ও পরিশোধ করতে বাধ্য থাকবো। এর অন্যথা হলে এসভিএফ আমার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ ব্যাপারে আমার কোন ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে বিনা প্ররোচনায় এই জামিননামায় স্বাক্ষর করলাম ।


৩. জামিনদারের পরিচিতি ( নাম, ঠিকানা ইত্যাদি):

নাম                                : মোঃ ..............

পিতা/স্বামীর নাম           

মাতার নাম: মৃত               

পেশা                               : কৃষক

জাতীয় পরিচয়পত্র নম্বর    

মোবাইল নম্বর                  :

স্থায়ী ঠিকানা                     :  গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার,

                                        থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।

বর্তমান ঠিকানা                 : গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার,

                                        থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।

চলমান পাতা-০২

পাতা-০২

(চাকরিজীবী হলে নীচের অংশ পূরণ করা বাধ্যতামুলক)

পদবি                        :                                        কর্মকর্তা/কর্মচারীর আইডি নং-

সেকশন/বিভাগ/ শাখা        :

প্রতিষ্ঠানের নাম                 :                                        ই-মেইল আইডি (যদি থাকে)

ঠিকানা ও ফোন নং         :                                                         

 

স্বাক্ষর, নাম ও তারিখ

 

১ম স্বাক্ষীর বিবরণ:

স্বাক্ষর ও তারিখ               :

নাম                               :

পিতা/স্বামীর নাম             :

মাতার নাম                     :

পেশা                             :

জাতীয় পরিচয়পত্র নম্বর   :

মোবাইল নম্বর                 :

স্থায়ী ঠিকানা                     : গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার,

                                         থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।

বর্তমান ঠিকানা                 : গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার,

                                         থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।

চলমান পাতা-০৩


পাতা-০৩

২য় স্বাক্ষীর বিবরণ:

স্বাক্ষর ও তারিখ               :

নাম                               :

পিতা/স্বামীর নাম             :

মাতার নাম                     :

পেশা                             :

জাতীয় পরিচয়পত্র নম্বর   :

মোবাইল নম্বর                 :

স্থায়ী ঠিকানা                     : গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার,

                                         থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।

বর্তমান ঠিকানা                 : গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার,

                                         থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন:

আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে, এসডিএফ এ ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরিরত জনাব মোঃ আনোয়ার হোসেন এর জামিনদার জনাব মোঃ সুরুজ জামান, পিতা: মৃত: কছিমদ্দিন, মাতা: ছায়রন, পেশা: কৃষক,

জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৪৫৬১৯১৭৩১

ঠিকানা: গ্রাম: কড়ইকান্দা, ডাকঘর: গাজিরখামার, থানা/উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।

জনাব মোঃ সুরুজ জামান আমার পরিচিত এবং অত্র এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সৎ চরিত্রের অধিকারী এবং কোন প্রকার সমাজ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নন। তিনি এসডিএফ- চাকরিরত জনাব মোঃ আনোয়ার হোসেন এর জামিনদার হওয়ার যোগ্য।

নাম, স্বাক্ষর ও তারিখ:

 

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন