মেসার্স জ্যোতি কনস্ট্রকশন
প্রোঃ মোঃ জাহাঙ্গীর আলম
নিকুঞ্জ টাওয়ার, ৪৯ বাউন্ডারী রোড, ময়মনসিংহ।
মোবাইলঃ ০১৭২০৯৬২৫৬৯, ০১৮৪২২৭৬৪৯২
সূত্র নং ...........................
তারিখঃ ............................
নির্মাণ
কাজের দরপত্র
১। ছাদ
মাপে কাজের রেট গ্রাউন্ড ফ্লোর ছাদ প্রতি বর্গফুট
= ৩০০ টাকা। ছাদ ঢালাই হলে পরে ৭০% বিল পরিশোধ করতে হবে।
২। প্রথম ফ্লোর ছাদ- প্রতি বর্গফুট = ২৩০ টাকা।
৩। ছাদ
ঢালই হলে ৫০% বিল পরিশোধ করতে হবে। গাঁথুনি হলে ২০% বিল পরিশোধ করতে হবে। ভিতরে প্লাষ্টার
হলে ২০% বিল পরিশোধ করতে হবে এবং বাহিরে প্লাষ্টার হলে ১০% বিল পরিশোধ করতে হবে।
৪। কাঠ, বাঁশ, তার, তারকাঁটা, মিক্সার মেশিন, ভাইব্রেটর মেশিন ইত্যাদি যন্ত্রপাতি কন্ট্রাক্টর
বহন করবে।
৫। মালিক
পক্ষের মালামাল সাইডের লিভার সেড তৈরি করে দিতে হবে। পানি, বিদ্যুৎ, গ্যাম. ফোম, ফুলঝাড়ু, শলার ঝাড়ুর ব্যবস্থা মালিকের করে দিতে
হবে। বিট বালি ভরাট করা মালিক পক্ষের। সাইডে মালামাল পৌঁছানোর দায়িত্ব মালিক পক্ষের।
৬। লেবার
মিস্ত্রি জনপ্রতি ৫০০/- খোরকী দিতে হবে। ছাদ ঢাদ ঢালাই হলে খোরাকীর টাকা বাদ দিয়ে বাকী
বিল পরিশোধ করতে হবে।
৭। কোনো
কারণে যদি কাজ বন্ধ রাখতে হয় তবে কমপক্ষে ১৫
দিন পূর্বে কন্ট্রাক্টরকে জানাতে হবে এবং বকেয়া বিল পরিশোধ করতে হবে।
৮। কাজ
চলাকালীন সময়ে বাহিরের সেফ্টির জন্য যে সকল বাঁশ, চাট, পলিথিন, তারকাটা, ভারা-মাচা ইত্যাদি যা লাগবে তা মালিক পক্ষকে
দিতে হবে।
৯। আল্লাহ তায়ালা না করুন কাজ চলাকালীন সময়ে যদি কোন দূর্ঘটানা
হয় তবে, মালিক পক্ষ ও কন্ট্রান্ট্রর
উভয়ে সকল সমস্যার সমাধান করতে হবে।
১০। সাইডের
ডিজাইন অনুযায়ী কাজ চলবে। সাইড ইঞ্জিনিয়ারের পরামর্শ মোতাবেক কাজ চলবে। ডিজাইনের বাহিরে
যদি কোন কাজ করানো হয় তাহলে বাজার দর অনুযায়ী ভাঙা এবং গড়ার জন্য আলাদা রেট দিতে হবে।
১১। কাজ
চলাকালীন সময়ে বাহিরের লোকজন যদি কোন ঝামেলা করে তাহলে সে সকল সমস্যা মালিক পক্ষ নিজ
দায়িত্বে সমাধান করবেন।
১২। সাটারিং
মালামাল ক্রয়ের জন্য তিন লৰ টাকা অগ্রীম দিতে হবে। এই টাকা প্রথম ফ্লোর ছাদ থেকে প্রতি
ফ্লোরে পারসেন্ট (%) হারে কর্তন করা হবে।
১৩। ছাদের
উপরের কাজ পেরাপেটওয়াল, পানির
ট্যাংকী, মেশিন র্বমের ছাদ যদি করতে হয়
তহলে হাফ ছাদের বিল দিতে হবে অথবা আলোচনা সাপেৰে রেট নির্ধারিত হবে।
১৪। সাইড
যে সকল সিভিল কাজ করানো হবে সে সকল কাজের কিউরিংয়ের ব্যবস্থা মালিক পক্ষ নিজ দায়িত্বে
করাবেন। তা কন্ট্রাক্টরের উপর বর্তাইতে পারিবে না।
১৫। বাউন্ডারি
ওয়াল করার জন্য আলাদা রেট দিতে হবে। (আলোচনা ¯^v‡c‡¶ রেট নির্ধাতি হবে।)
0=========== 0============0=============0
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন