কন্ট্রাক্টরের
সাথে কর্মচারীর অঙ্গীকারনামা
১। কাজ করার সময়
জুল ভাড়া হতে পড়ে গেলে বা অন্য কোন ভাবে দুর্ঘটনার শিকার হলে ঠিকাদার বা কর্তৃপক্ষের
কোন দায়ভার থাকবে না।
২। আমার এখানে
কাজ করা অবস্থায় অন্য কোথাও কাজ করা যাবে না। একান্তই করতে হলে তিন দিন আগে জানাতে
হবে।
৩। যথা সময়ে কাজে
আসতে হবে। অসুস্থতা বা অন্য কোন সমস্যা হলে আগের দিন অবশ্যই জানাতে হবে।
৪। কাজ চলাকালে
অন্য কর্মচারী বা মালিক পক্ষের সাথে অন্যায় আচরণ বা অশ্লীল কথাবার্তা বলা যাবে না।
৫। প্রতিদিনের
মজুরি হতে ৫০ টাকা করে কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হবে। যা সপ্তাহ/মাস/কাজের শেষে প্রদান
করা হবে।
৬। টোকেন বা পয়েন্ট অথবা অন্য কোন গিফট এর ব্যপারে
দাবী করা যাবে না।
৭। কোন কারনে
কাজের অযোগ্য গণ্য হলে জমাকৃত টাকা এক মাস পর পরিশোধ করা হবে।
৮। অবশ্যই রং মিস্ত্রির পরিচয় পত্র থাকতে হবে এবং
তার ফটোকপি সঙ্গে আনতে হবে।
৯। গাছে তুলে
মঈ ধাক্কা দেওয়া অথবা আমার কোন পরিচিত লোক বা কন্টাকের লোকের সাথে কাজের ব্যপারে সম্পর্ক
রাখা যাবে না।
১০। উপরোল্লিখিত
অঙ্গীকার সমূহের কোন অঙ্গীকার ভঙ্গ করিলে কাজের অযোগ্য বলে গণ্য করা হবে।
আমি উপরোল্লেখিত
বিষয়গুলো পড়ে, বুঝে, ¯^-Áv‡b, †¯^”Qvq ¯^v¶i করলাম।
তারিখঃ ¯^v¶i
†gvevBjt
0=========== 0============0=============0
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন