শনিবার, ৪ মার্চ, ২০২৩

দালান কোঠা নির্মাণ কাজের রেইট (নমুনা-০৪)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হিমু হিমেল এন্টারপ্রাইজ

সকল প্রকার কনস্ট্রাকশন ও সরবরাহকারী প্রতিষ্ঠান

প্রোঃ মোঃ হুমায়ুন কবির, নির্মাণ শ্রমিক, সাধারণ সম্পাদক, নারিকেল বাগান শাখা।

বাকৃবি, সদর, ময়মনসিংহ।

মোবাইল: ০১৭৪৭-২৬১০৫৪ 

বিল্ডিং নির্মাণ কাজের রেইট

 

ক্র: নং

কাজের বিবরণ

একক

কাজের বর্তমান দর

সাইট প্রিপারেশন/ লেআউট/লেবেলিং এন্ড ড্রেসিংঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশক্রমে ক্ষেত্রস্থ (বেড) তৈরি করা, বাঁশের গোঁজ তৈরিসহ সমস্ত কাজ সম্পন্ন করিয়া  লেআউটের মুজুরী

বর্গফুট

/-

মাটি কাঁটাঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক লেভেলিং করা, দুরমূশ করা, ভিত তৈরি করা, সেন্টার লাইন এবং বেঞ্চ মার্ক স্তম্ভ বসানো, সর্বোচ্চ ১০০ মিটার দূরত্বে মাটি অপসারণ, পানি সেচ, প্রয়োজনীয় কোদাল, ঝুড়ি সরবরাহ ইত্যাদিসহ সকল প্রকার মাটিতে ভিত/পরীখা খনন করার কাজ

ক) ৬ফুট ০ ইঞ্চি গভীরতা পর্যন্ত (পুটিং/ভিত)

খ) ১২ফুট ০ ইঞ্চি  গভীরতা পর্যন্ত                 

 

ঘনফুট

১৫/-

পলিথিন বিছানোঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক ভিত, মেঝে এবং দেওয়ালে পলিথিন সিট বিছানো

বর্গফুট

১/-

ইট দিয়ে সলিং করাঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক বেড তৈরি করা, ইটের ফাঁকে বালু দিয়ে প্যাকিং করা এবং পানি ছিটানো ইত্যাদি সমস্ত সম্পন্ন করা সহ ভিত এবং মেঝেতেও এই ইটের ফ্ল্যাট সলিং করা।

বর্গফুট

৮/-

সিসিঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক মিশ্রণ করা, বিছানো, লেভেল মত দাবানো ইত্যাদি সম্পন্ন সহ ভিত এবং মেঝেতে সিমেন্ট কংক্রিট ঢালাই করা।ক) ৩ ইঞ্চি  হইতে ৫ইঞ্চি  পর্যন্ত পুরু।                      

বর্গফুট

৮/-

মাটি/বালি ভরাট করাঃ
১০০”-০’    ফিটের মধ্যে বহস শিকড় পরিষ্কার করা, লেভেলিং, ড্রেসিং এবং প্রয়োজনীয় উচ্চতা পর্যন্ত ৬”  স্তরে স্তরে (বালিতে পানি ছিটানো) প্রতি স্তর দাবানো সহ মাটি/বালি ভরাটের কাজ

ক) মাটি ভরাট
খ) বালি ভরাট

 


  

ঘনফুট

ঘনফুট

 


 

/-

/-

ইটের গাঁথুনির কাজঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক সঞ্চিত করা, পরিষ্কার করা, ভিজানো জয়েন্ট র‌্যাকিং করা, সাইট পরিষ্কার করা, অধলা অপসারণসহ স্বাভাবিক চুল্লিতে পুড়ানো ইট/মেশিন মেড দ্বারা ইটের গাঁথুনির কাজ করা।
ক) ১০” অথবা বেশি পুরু (সিমেন্ট বালুর অনুপাত ১:৬

৫”/৩” গাঁথুনি (সিমেন্ট বালুর অনুপাত)

  



ঘনফুট

বর্গফুট




১৮/-

১৬/- 

ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক ব্রিক পয়েন্টিং

বর্গফুট

২৫/-

ভিতর সাইড প্লাস্টার করাঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক সারফেস পরিষ্কার এবং সিমেন্ট গ্রাউন্ড অপসারণ এবং প্রয়োজনীয় ভাড়া মাচা স্থাপন, সাইট পরিষ্কার করাসহ ছাদ, সিড়ি ইত্যাদিতে (১/৪)” হইতে (১/২)” পুরো বালি সিমেন্টের আস্তর করা (সিমেন্ট ও বালির অনুপাত ১ঃ৪)

বর্গফুট

১৪/-

 

১০

ভিতর সাইড প্লাস্টারঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক ইটের দেওয়াল, কলাম, বিম ইত্যাদিতে (১/২)”  হইতে (৩/৪)” পুরু বালি সিমেন্টের আস্তর করা (সিমেন্ট ও বালির অনুপাত ১:৪)

বর্গফুট

১৪/-

১১

বাহিরের সাইড প্লাস্টার করাঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক বাহিরের আস্তরের কাজ, আস্তরের কাজের জন্য ভাড়া মাচা, স্কাফোল্ডিং তৈরি করা সহ

বর্গফুট

১৪/-

১২

প্লাস্টার নেট ফিনিশিং সহঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক যে কোন তলে নেট সিমেন্ট ফিনিশিং করা।

বর্গফুট

১২/-

১৩

নেট সিমেন্ট ফিনিশিং করাঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক যে কোন তলে নেট সিমেন্ট ফিনিশিং করা।

বর্গফুট

১৮/-

১৪

কোবলা প্লাস্টারঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক  কোবলা প্লাস্টার করা (৫”) পর্যন্ত

আর.এফটি

১৩/-

১৫

নজিং/থ্রট/ড্রিপ কোর্স প্লাস্টারঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক জানালা এবং দরজার ধার বাদের প্যাটার্ন, নকশা এবং নির্দেশ মোতাবেক নোজিং/থ্রট/ড্রিপ কোর্স ইত্যাদি প্লাস্টার করা

আর.এফটি

১২/-

১৬

প্যারাপেট কপিং প্লাস্টারঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক কর্ণার এবং এন্ডইজিং ফিনিশিংসহ প্যারাপেট কপিং আস্তর করা

আর.এফ.টি

১৫/-

১৭

প্যাটেন স্টোন নেট সিমেন্ট সহঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক নেট সিমেন্ট সহ গড়ে (১ ১২ )” পুরু প্যাটেন স্টোন করা।

বর্গফুট

১০/-

১৮

আরসিসি কাজঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক মিশ্রণ করা, যথাস্থানে বিছানো এবং দাবানো, চিপস ভিজানো এবং সাইট পরিষ্কার সহ আরসিসি ঢালাই করা

ক) প্রয়োজন বোধে পানি সেচ করা, বালি ভরাট করা, দুরমুজ করা ইত্যাদিসহ ভিত, ফুটিং গ্রেড বিম ইত্যাদি ঢালাই করা।

খ) নিচ তলার কলম, বিম, স্লাব ইত্যাদি দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত।

ঘনফুট

 

২০/-

১৯

ফলস স্লাব এন্ড লিন্টেল ঢালাই এর কাজঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক মিশ্রণ করা, যথাস্থানে বিছানো এবং দাবানো (কমপ্যাক্টিং), চিপস ভিজানো এবং সাইট পরিষ্কার করা সহ
ক) সানশেড, ফলস স্লাব, ড্রপ ওয়াল, রেইলিং লোভার, প্যারাপেট ইত্যাদিতে ৫” এর নিচে পর্যন্ত পুরুত্বের আর.সি.সি. ঢালাই করা।
খ) লিন্টেল আর.সি.সি ঢালাই করা, লিন্টেল  এর উচ্চতা ৩” থেকে ৭” পর্যন্ত

 

 

   

বর্গফুট 

আর.এফটি

 

 

    

১৮/- 

১৭/-

২০

সাটারিং কাজের শ্রমিক মজুরীঃ
প্যাটার্ন, নকশা এবং নির্দিষ্টকরণ স্পেসিফিকেশন অনুযায়ী নিশ্ছিদ্র সেন্টারিং ও সাটারিং এর জন্য ফর্মা লাগানোর কাজ। কাজের দরটি ভিত হইতে নিচ তলার ছাদ পর্যন্ত খুটিতে প্রয়োজনীয় টানা দেওয়া বেসিন সহ ফর্মা তৈরি  করা, ফর্মা লাগানো এবং খোলা, সাটার পরিষ্কার করা, সুবিধাজনক স্থানে গাদা করা ইত্যাদি সম্পন্ন করা সাটারিং কাজের অন্তর্ভুক্ত হইতে জি.আই তারকাঁটা, রূপবান সিট, ফর্মওয়েল লাগানো ইত্যাদি সহ সম্পূর্ণ কাজ সাটারিং কাজের অন্তর্ভূক্ত হইবে।
ক) ফুটিং গ্রেডবিম, ভিত ফাউন্ডেশন কলাম, ছাদ বিম, লিন্টেল, সিঁড়ি, ফ ইত্যাদি।

বর্গফুট

১৮/-

২১

সাটারিং মালামালের ভাড়াঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক পরিষ্কার করা, এবং লৈ প্রয়োগ করাসহ, সাটার খুটি ররগা প্লেনসিট ইত্যাদির ভাড়া।

বর্গফুট

২০/-

২২

রডের কাজের শ্রমিক মজুরীঃ
ক) ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক রড সোজা করা, টুকরা করা, হুক করা, ক্র্যাংক করা, চেয়ার তৈরি করাসহ রড বাঁধার কাজ।
খ) জি.আই তারের মূল্যসহ ডিফর্মড/টার স্টীল রডের কাজ

১০০০ কেজি

৮০০০/-

২৩

ইটের আর্চ লিন্টেল এর কাজঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ফলস ইটের গাঁথুনী, সেন্টরিং, সাটারিং ইত্যাদি সম্পূর্ণসহ জানালার উপরে ইটের আর্চ লিন্টেল করা।

আর.এফটি

২২/-

২৪

ভেন্টিলেটর লাগানোঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক ভেন্টিলেটর লাগানোর কাজ।

প্রতিটি

১০০/-

২৫

দরজা/জানালা, চৌকাঠ লাগানোঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক দেয়াল, কলাম, কাটা, প্রয়োজনীয় ক্ল্যাম্প, লাগানো এবং সি.সি ঢালাই ইত্যাদিসহ জানালা এবং দরজার চৌকাঠ লাগানোর কাজ।

প্রতিটি

৫০০/-

২৬

গ্রীল/বারান্দার রেলিং লাগানোর কাজঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক দেয়াল, কলাম, ও ফ্লোর কাটাসহ জানালার গ্রীল এবং বারান্দার রেলিং ও সেফটি গ্রীল লাগানোর কাজ।

বর্গফুট

১৮০/-

২৭

কলপসিবল গেইট লাগানোর কাজঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় দেওয়া এবং কলাম কাটাসহ কলাপসিবল গেইট লাগানোর কাজ।

বর্গফুট

১২/-

২৮

প্রধান ফটক লাগানোঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় সকল কাটা সম্পন্ন সহ যথাস্থানে প্রধান ফটক লাগানোর কাজ। 

বর্গফুট

১৪/-

২৯

চিপিং এর কাজঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক আর.সি.সি সারফেজের উপর চিপিং করা।

বর্গফুট

২/-

৩০

এমএস রড আনলোড করাঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক ট্রাক হইতে এম.এস. রড খালাস করিয়া সীমন দেয়ালের  গাদা করার কাজ।

প্রতি টন

১২০০/-

৩১

বালু চালাঃ
ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক আস্তর বালি চালা (কাজের পরিমাণ ব্যবহার অনুসারে বিবেচিত হইবে)

ঘনফুট

১/-

৩২

চালানী তৈরি করাঃ

প্রতিটি

৫০০/-

৩৩

ডাকট ওয়াল ফেসিং ব্রিক ওয়ার্ক বা এক ধরনের বিশেষ কাজের জন্য  বাহিরে ভাড়া মাচা (স্ক্যাফোল্ডিং) তৈরীর কাজ। (পরিমাণ- কাজের স্থানের দৈর্ঘ্য র্২=র্৬র্ )

বর্গফুট

৫/-

৩৪

দরজার চৌকাঠ খোলার কাজ।

প্রতিটি

১২০/-

৩৫

শ্রমিক শেড/গুদাম/প্রহরী শেড ইত্যাদি তৈরি করার জন্যঃ

ক) বাঁশের খুঁটি

খ) প্রয়োজনীয় ব্যবস্থাসহ সি.আই সিটে চালা তৈরি।

বর্গফুট

১৭/-

৩৬

প্লাস্টারের গ্রুপ কাটিংঃ

ক) স্কাটিং এর উপরের অংশে আস্তরের উপরে ৫ মিমি দ্ধ মিমি আকারে খাঁজ কাটা।

প্রতিফুট

১৫/-

৩৭

প্লাস্টারের বিট তৈরিঃ

ইঞ্জিনিয়ার ইন-চার্জ এর নির্দেশ মোতাবেক ১ ইঞ্চি  হইতে ২ ইঞ্চি  প্রস্থের (১/৪)”  - (১-২)”    বিট তৈরি করা।

আর.এফটি

১২/-

৩৮

হেয়ারিং বন্ড

বর্গফুট

১৮/-

৩৯

ডিপিসি ঢালাই

বর্গফুট

৮/-

৪০

টাইলস লাগানো সারফেস চিপিং সহ

বর্গফুট

২০/-

৪১

দরজার ফ্রেম ও সাটার স্থাপন

প্রতিটি

৪০০/-

৪২

স্টীলের দরজা ফিটিং

প্রতিটি

৫০০/-

৪৩

ব্লক তৈরি করা

প্রতিটি

১/-

৪৪

মিস্ত্রি সাপ্লাই ও ডেইলি মিস্ত্রি

প্রতিজন

৭০০/-

৪৫

লেবার সাপ্লাই ও ডেইলি লেবার

প্রতিজন

৪৫০/-


বিঃদ্রঃ

১। উপরে উল্লেখিত দর ২য় তলা পর্যন্ত প্রযোজ্য। পরবর্তী প্রতি তলার জন্য ১০% হারে অতিরিক্ত বিল যোগ হবে।
২। উপরে উল্লেখিত রেইটের বাহিরে কোন কাজ হইলে তাহা বর্তমান বাজার দরে পরিশোধ করিতে হইবে।
৩। ইহা ব্যতীত অন্য কোন কাজ করালে আলাদ মজুরী দিতে হবে।

৪। খোরাকী মাথাপিছু ৫০০ টাকা করে দিতে হবে।

 

 

............................        ......................................               ...................................

ওস্তাগারের স্বাক্ষর       ইঞ্জিনিয়ার ইনচার্জ এর স্বাক্ষর      পরিচালক মহোদয়ের স্বাক্ষর

প্রোঃ মোঃ হুমায়ুন কবির

ফকিরাকান্দা

তারিখ: ........./........./..............ইং

0=========== 0============0=============0

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন