শনিবার, ৪ মার্চ, ২০২৩

দালান কোঠা নির্মাণ কাজের রেইট (নমুনা-০৩)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হিমু হিমেল এন্টারপ্রাইজ

সকল প্রকার কনস্ট্রাকশন সরবরাহকারী প্রতিষ্ঠান

প্রোঃ মোঃ হুমায়ুন কবির, নির্মাণ শ্রমিক, সাধারণ সম্পাদক, নারিকেল বাগান শাখা।

বাকৃবি, সদর, ময়মনসিংহ।

মোবাইল: ০১৭৪৭-২৬১০৫৪

 

বিল্ডিং নির্মাণ কাজের রেইট

 

ক্রমিক নং

কাজের বিবরণ

একক

কাজের বর্তমান দর

ইটের গাঁথুনির কাজ: ইঞ্জিনিয়ার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক 

ক. ১০ ইঞ্চি গাঁথুনি অথবা বেশি পুর্ব (সিমেন্ট বালুর অনপাত ১:৫)

খ. ইঞ্চি গাঁথুনি (সিমেন্ট বালুর অনপাত ১:৫)

গ. ইঞ্চি গাঁথুনি (সিমেন্ট বালুর অনপাত ১:৫

ঘনফুট

 

বর্গফুট

বর্গফুট

১৫/-

 

১২/-

১৩/-

ইঞ্জিনিয়ার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক

ভিতরের সাইড পৱাস্টার করা

 

বর্গফুট

 

১২/-

ইঞ্জিনিয়ার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক

বাহিরের সাইড পৱাস্টার করা

 

বর্গফুট

 

১৬/-

ডেইলি লেভার

ক. মিস্ত্রীর বেতন

খ. লেবার বেতন

 

১জন

১জন

 

৭০০/-

৪৬০/-

ইঞ্জিনিয়ার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক

রং করা ভিতর বাহির সাইড রংসহ

 

বর্গফুট

 

৩০/-

ইঞ্জিনিয়ার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক

পৱাস্টার চটানো ভিতর বাহির সাইড

 

বর্গফুট

 

১০/-

সাইড পরিষ্কার করা আলাদা ডেইলি লেবার বিল দিতে হবে

প্রতিজন

৪৬০/-

৭। ইহা ব্যতীত অন্য কোন কাজ করালে আলাদ মজুরী দিতে হবে।

৮। খোরাকী মাথাপিছু ৫০০ টাকা করে দিতে হবে।

 


মালিক পক্ষের স্বাক্ষi তারিখ              ওস্তাগারের স্বাক্ষর ও তারিখ

0=========== 0============0=============0

আরও পড়ুন...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন