শনিবার, ৩ মে, ২০২৫

কুসংস্কারকে পুঁজি করে লাভজনক ব্যবসার আইডিয়া


দেশের একেক এলাকায় একেক ধরনের কুসংস্কার চালু থাকার কারণে একেক পণ্য পরিহার করা হয়। তাই যে এলাকায় একটি পণ্য পরিত্যাজ্য সেখান থেকে তা বিনামূল্যে বা কম মূল্যে ক্রয় করে চাহিদা রয়েছে এমন এলাকায় বিক্রয় করে লাভবান হওয়া সম্ভব। যেমন-

১। ছাগলের দুধ: আমাদের শেরপুর জেলায় ছাগলের দুধ একেবারেই খাওয়া হয় না। কুসংস্কার হিসেবে কিছু কথা প্রচলিত আছে। যেমন- ক) ছাগলের দুধ খেলে শরীরে ছাগলের মতোই গন্ধ হবে। খ) ছাগলের দুধ খেয়ে রোদে গেলে ছাগলের মতোই তাড়াতাড়ি হাপিয়ে উঠবে বা দড়ফড় করবে।

কিন্তু মেসে থাকার সুবাদে জানতে পারলাম যে, যশোরের মানুষ ছাগলের দুধ খায় এবং কেনা-বেচাও হয়।

 

২। এক টাকার কয়েন: আমাদের এলাকায় এক টাকার কয়েন চলে না। এটা নিয়েও ব্যবসার নতুন আইডিয়া খুলা যাবে। যেমন- দুই/তিন কয়েনে এক টাকার জিনিস বিক্রয় করার অফার দেওয়া এবং ঢাকায় গিয়ে কয়েন ভাঙ্গিয়ে টাকায় রূপান্তর করা।


৩। জট কলা/ জট ফল: আমাদের শেরপুরে কুসংস্কার আছে যে, জট কলা খেলে জট সন্তান হবে। তাই এখানে জট কলা কেউ  কিনতে চায় না। ফলে জট কলা অর্থাৎ দুই কলাকে এক কলা হিসেবে ধরে বিক্রয় করা হয়। তাই ঘুরে ঘুরে জটকলাগুলো কিনলে লাভবান হওয়া সম্ভব। এটা নিয়ে ব্যবসার আইডিয়া বের করা সম্ভব।


৪) কচুরিপানা: আমাদের এলাকায় কচুরিপানাকে শুধুমাত্র ঝামেলার বস্তু হিসেবে গণ করা হয়। তবে ইউটিউবে দেখলাম কচুরিপানার ডাটা দিয়ে হস্তশিল্প তৈরি করা হয় এবং সেগুলো বিক্রিও করা যায়। তো এগুলো সংগ্রহ করে শুকিয়ে বিক্রি করা সম্ভব।


৫) কিছু ফল ও শাক-সবজি: কিছু ফল ও শাক-সবজি রয়েছে যা কিছু কিছু এলাকায় আগাছা বলে গণ্য হয় আবার সেই ফল বা শাক-সবজিগুলো অন্য এলাকার মানুষ খেয়ে থাকে সেগুলো খোজে খোজে সংগ্রহ করা এবং চাহিদাসম্পন্ন এলাকায় বিক্রয় করা।

পরিশেষে বলবো, আইডিয়াগুলো বাস্তবসম্মত হয়েছে কি-না তা কমেন্ট করে জানিয়ে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন